ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে শান্ত না থাকায় দলকে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ।

এই সিরিজে পাওয়া যাচ্ছে না মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়কে। ক্যারিবিয়ানদের বিপক্ষে আসন্ন এই সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেছেন এই দুই মিডল অর্ডার ব্যাটার।

এই সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে এবারও ফেরা হলো না এই অভিজ্ঞ অলরাউন্ডারের। তবে প্রায় এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন। 

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা ওপেনার জাকির হাসান বাদ পড়েছেন। তবে জায়গা ধরে রেখেছেন সেই সিরিজে অভিষেক হওয়া পেসার নাহিদ রানা।

আগামী ৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই। এক দিন বিরতি দিয়ে পরের ম্যাচ ১০ ডিসেম্বর এবং সিরিজের শেষ ম্যাচ হবে ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

বাংলাদেশ ওয়ানডে দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

এইচজেএস