কদিন আগে সৌদি আরবের জেদ্দায় বসেছিল আইপিএলের মেগা নিলাম। এবারের নিলামে দামের দিক থেকে বিদেশিদের ক্রিকেটারদের টপকে গেছেন ভারতীয়রা। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন ঋষভ পান্ত।

দ্বিতীয় সর্বোচ্চ দামও ভারতের দখলে গেছে। পান্তের পরে সর্বোচ্চ দামি ক্রিকেটার শ্রেয়াস আয়ার। এ ছাড়া আইপিএলের মঞ্চে মাত্র ১৩ বছর বয়সে কোটিপতি হয়ে নজির গড়েন বৈভব সূর্যবংশী। 

আরও একজন ভারতীয় ক্রিকেটার আছেন, যিনি আরও বেশি দাম পাওয়ার যোগ্য। এমনকি নিলামে ৫২০ কোটি টাকাও তার জন্য কম পড়বে বলে মনে করেন গুজরাট টাইটান্সের কোচ সাবেক ভারতীয় ক্রিকেটার আশিস নেহরা।

সেই ক্রিকেটার হচ্ছেন যশপ্রীত বুমরাহ। মুম্বাই ইন্ডিয়ান্স যাকে নিলামের আগেই ১৮ কোটি রুপিতে ধরে রেখেছে। নিলামের পর বুমরাহর সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নেহরা। বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে তার নেতৃত্বে অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়েছে ভারত।

সেদিকে ইঙ্গিত করে ভারতীয় এই পেসার বলেন, ‘বুমরাহ দেশের হয়ে বহুবার ম্যাচ জিতিয়েছে। রোহিত শর্মা প্রথম ম্যাচ না খেলায় ও দেশকে নেতৃত্ব দিয়েছে। ফলে ওর কাঁধে বাড়তি চাপ ছিল। যেভাবে সেই চাপ সামলেছে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।’

নেহরার সংযোজন, ‘নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার পরেও বুমরাহ যেভাবে নেতৃত্ব দিয়েছে তা অসাধারণ। ওকে হারানো সহজ নয়। বুমরাহ আইপিএল নিলামে থাকলে অনেক কিছু হতে পারত। হয়তো ৫২০ কোটি টাকাও ওর জন্য কম পড়ত।

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে শুধু নেতৃত্বই দেননি, ভারতকে জেতাতে অন্যতম ভূমিকা রেখেছিলেন বুমরাহ। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসিয়ে দেন। ওই বোলিংই ভারতকে জিততে সাহায্য করেছে।

এফআই