টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুটি পরিবর্তন
ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দ্বিতীয় টেস্টের টস নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর হলো। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ সময় শনিবার দিবাগত মধ্যরাত দেড়টায় টস অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অ্যান্টিগায় আগের টেস্টে হেরে পিছিয়ে থাকা টাইগারদের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ওপেনার জাকির হাসানের জায়গায় সাদমান ইসলাম ও পেসার শরীফুলে জায়গায় একাদশে এসেছেন নাহিদ রানা।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ খেলবে প্রথম টেস্টের একাদশ নিয়েই।
দুই ম্যাচের টেস্ট সিরিজে এরইমাঝে প্রথম ম্যাচ ২০১ রানের ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। সিরিজ বাঁচানোর লক্ষ্যেই এই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এটিই চলতি বছরে টাইগারদের শেষ টেস্ট ম্যাচ।
এমজে