গতকাল খেললেন বাংলাদেশের বিপক্ষে, আজ খেলছেন টি-টেন
আল্লাহ মোহাম্মদ গাজানফারের সময়টা বেশ ব্যস্তই কাটছে বলতে হয়। মাত্র ১৮ বছর বয়সেই আফগানিস্তানের জাতীয় দলের হয়ে খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজটায় দলের জয়ে রেখেছিলেন মুখ্য ভূমিকা। সেই সুবাদে জায়গা করে নিয়েছেন ফ্যাঞ্চাইজ ক্রিকেটের প্রেস্টিজিয়াস আসর আইপিএলে। যেখানে তাকে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো নামী দলের হয়ে।
বয়সটা মোটে ১৮। যে কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাকে রেখেছে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। সেই আসর চলছে সংযুক্ত আরব আমিরাতে। গতকালের খেলায় বাংলাদেশের যুবা দলের মুখোমুখি হয়েছেন আল্লাহ গাজানফার। আজই নেমে গেলেন টি-টেনের ম্যাচে। নর্দান ওয়ারিয়ার্সের বিপক্ষে টিম আবুধাবির হয়ে খেলতে দেখা গেল গাজানফারকে।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে আফগান এই স্পিনার ডেকেছিলেন সর্বনাশ। এশিয়া কাপের ম্যাচে জুনিয়র টাইগাররা তাই বেশ সতর্ক হয়েই খেললেন গাজানফারের বিপক্ষে। খুব একটা সুবিধা করতে পারেননি যুবা দলের হয়ে। ১০ ওভারে দিয়েছেন মোটে ২৫ রান। উইকেট পেয়েছেন মোটে ১টি। ম্যাচে তার দলও জয় পায়নি।
সেই ম্যাচের পরদিনই নামলেন টি আবুধাবির হয়ে। ২ ওভারে ১৫ রান খরচায় এদিন পেয়েছেন ব্রেন্ডন কিংয়ের উইকেট। যদিও এই ম্যাচে আলো কেড়েছেন তার আফগানিস্তান দলের সতীর্থ নুর আহমেদ। ১৩ রানের খরচে পেয়েছেন ৪ উইকেটে।
মাত্র ১৮ বছর বয়সেই গাজানফার জায়গা করে নিয়েছেন আইপিএলের আলোকমঞ্চে। কলকাতা নাইট রাইডার্সে এ বছর আইপিএলে কোন ম্যাচ না খেললেও সামনের বার তার খেলা কেউ থামাতে পারবে না। আরও তিন বছর আগে পাকিস্তানের জুনিয়র লিগে খেলেছেন রায়ালপিন্ডি রাইডার্সের হয়ে। ডাক পেয়েছেন বিপিএলেও। এবার রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশের মাঠে খেলবেন তিনি।
আরও পড়ুন
আন্তর্জাতিক অঙ্গনে যুব বিশ্বকাপ, ইমার্জিং এশিয়া কাপে নিজের বোলিং রহস্যের ঝলক দেখিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল করতে এসে তিন রেকর্ডে নাম তুলেছেন তিনি।
জেএ