আইপিএলের নিলামে যেখানে ১২০০ কোটি রুপি বরাদ্দ ছিল, সেখানে মাত্র ১.১০ কোটি নিয়ে কেন এত হৈ-চৈ। এর কারণ– মাত্র ১৩ বছর বয়সেই বৈভব সূর্যবংশীর ওই দামে আইপিএলে বিক্রি হওয়া। তবে এরপর থেকে এই কিশোরের বয়স নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কেউ কেউ বয়স কমিয়ে দেওয়া হয়েছে বলে বিতর্ক তুলছেন। যা নিয়ে এবার মুখ খুলল ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটার বৈভব।

আইপিএলে এবারের মেগা নিলামে তার ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। পরে বৈভবের দাম কোটি রুপি ছাড়িয়ে যাওয়াতেই স্পষ্ট হয়েছে যে, তার প্রতি নজর ছিল একাধিক ফ্র্যাঞ্চাইজির। অবশ্য শুধু আইপিএলই নয়, কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেটমহলের নজর রয়েছে বৈভবের দিকে। এত কম বয়সে ব্যাট হাতে যেরকম সম্ভাবনা দেখিয়েছেন বৈভব, তাকে ভবিষ্যতের সম্পদ বলেও মনে করছেন অনেকে। বিহারের এই টপ অর্ডার ব্যাটারকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস।

বয়স বিতর্ক নিয়ে সনি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন বৈভব। তিনি জানান, কোথায় কী চর্চা হচ্ছে, তা ভাবার জন্য এটি যথাযথ সময় নয়। কেননা এই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভালো খেলা ও দলকে চ্যাম্পিয়ন করানো। বৈভব বলেন, ‘আপাতত অমি নিজের লক্ষ্য স্থির রাখার চেষ্টা করছি। সামাজিক মাধ্যম বা এদিক-ওদিকে ঘাড় ঘোরাতে চাই না। অন্য কোনো বিষয়ে আমার মনোযোগ নেই। এখন এশিয়া কাপ খেলছি, কীভাবে এশিয়া কাপ জিতব, সেই দিকেই শুধু লক্ষ্য রয়েছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে টেস্টে নিজের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করেছেন বৈভব। সবচেয়ে কম বয়সে কোনো আন্তর্জাতিক দলের বিপক্ষে সেঞ্চুরিটি বিশ্বরেকর্ডও গড়েছে। কেবল তাই নয়, ভারতের ঘরোয়া প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতেও অভিষেক হয়েছে বৈভবের। সেখানেও সেঞ্চুরি রয়েছে তার। উল্লেখযোগ্য বিষয় হলো– ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা বা বিরাট কোহলি নন, বৈভবের আদর্শ ক্রিকেটার ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা।

এ প্রসঙ্গে এই তরুণ ব্যাটার বলেন, ‘আমার আদর্শ ক্রিকেটার হলেন ব্রায়ান লারা। ওর মতো ইনিংস খেলার চেষ্টা করি। বাকিটা নিজের ব্যক্তিগত প্রচেষ্টার ওপর ভরসা রাখি। প্র্যাক্টিসে যেটা করতে পারি, সেটাই ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করি।’

এএইচএস