সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজে বাঁচাতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের। অন্যদিকে এই ম্যাচে ড্র করলেই সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা। তাই চাপমুক্ত থেকে এই ম্যাচে মাঠে নামছে উইন্ডিজ।

আজ শনিবার (৩০ নভেম্বর) জ্যামাইকার স্যাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বলছিলেন, 'একদম ভিন্ন একটা মাঠ। বেশ ভালো পরিমাণে ঘাস আছে। এটা দেখে ভালো লাগছে। বৃষ্টির কারণে উইকেটে অনেক ময়েশ্চার আছে। আমরা সতেজভাবে এ ম্যাচটা শুরু করতে চাই।'

এই মাঠের সুখস্মৃতি নিয়ে ব্র্যাথওয়েট বলেন, 'জ্যামাইকা এমন একটা জায়গা যেটা আমি ভালোবাসি। ওয়েস্ট ইন্ডিজও দল হিসেবে জায়গাটাকে ভালোবাসে। আমার মনে আছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতাতে এখানে একটা ভালো জুটি গড়েছিলাম। বোলাররা খুব উপভোগ করেছিল। ম্যাচের বেশিরভাগ সময়েই বলের সিম কাজে লাগাতে পারছিল। আমি এ অভিজ্ঞতাগুলো বোলারদের সাথে শেয়ার করব। কেমার রোচও আছে এখানে।'

ওয়েস্ট ইন্ডিজের উইকেট বরাবরই পেস বান্ধব হয়। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। স্বাগতিক পেসারদের সামলাতে বেশ ভুগেছে টাইগার ব্যাটিং লাইনআপ। সিরিজের শেষ টেস্টেও পেস দিয়ে সফরকারীদের ভয় ধরাতে চায় উইন্ডিজ।

উইন্ডিজ অধিনায়ক বলেন, 'আমাদের যে পেসাররা আছেন তাদের ওপর আমার পুরো বিশ্বাস আছে। আমি তাদের প্রত্যেকের ওপর আস্থা রাখি। তাদের ভিন্ন ভিন্ন গুণাবলী আছে। তাদের ভবিষ্যত নিয়ে আমি বেশ রোমাঞ্চিত।'

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ:

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, কিসি কার্টি, আলিক আথানেইজ, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), কেমার রোচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, জেইডেন সিলস।

এসএইচ/এইচজেএস