লম্বা সময় ধরে জাতীয় দলের রাডারের বাইরে আছনে সিদ্ধার্থ কউল। ফেরার সম্ভাবনা যে আর নেই সেটা নিজেও হয়তোবা বুঝতে পেরেছেন। এবার সুযোগ হয়নি আইপিএলেও। সবমিলিয়ে ভারতের ক্রিকেটে কদর কমেছে এই পেসারের। তাই এবার দেশের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তবে সুযোগ পেলে খেলতে চান দেশের বাইরের লিগে।

ভারতের ঘরোয়া ক্রিকেটে যেসব ক্রিকেটার খেলেন, তাদের দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয় না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাই এবার বাইরের লিগে খেলার আশায় দেশের ক্রিকেটকে না বলে দিলেন তিনি।

ভারতের হয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন সিদ্ধার্থ। সবশেষটি ছিল ২০১৯ সালে। আন্তর্জাতিক ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ না হলেও ঘরোয়া ক্রিকেটে তিনি দারুণ সফল।

১৭ বছর বয়সে সেই ২০০৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক তার। পরের বছর ভিরাট কোহলির নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলেও ছিলেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ বছরের ক্যারিয়ারে ৮৮ ম্যাচে ২৯৭ উইকেট তার। গত মে মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে নর্থ্যাম্পটনশায়ারের হয়ে তিনটি ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করেন তিনি। তবে রাঞ্জি ট্রফির নতুন মৌসুমে পাঞ্জাবের হয়ে দুই ম্যাচ খেলে উইকেট পাননি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১১১ ম্যাচে উইকেট ১৯৯টি।

এইচজেএস