প্রায় একই সময়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আসর শুরু হতে যাওয়ায় বিপাকে পড়তে যাচ্ছে আয়োজক দেশগুলো। একই সময়ে পিএসএল এবং আইপিএলের সূচি নির্ধারিত হওয়ায় পাকিস্তান আগে থেকেই জটিলতায় রয়েছে। স্বাভাবিকভাবেই বিদেশি ক্রিকেটারদের ঝোঁক বেশি থাকে আইপিএলে। এবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং দ্য হান্ড্রেড–ও বাধা হয়ে দাঁড়িয়েছে পিএসএলের।

ইংলিশ ক্রিকেটাররা যেন নিজেদের ঘরোয়া টুর্নামেন্ট ছেড়ে না যান, সেলক্ষ্যে পিএসএলসহ বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের। ইংল্যান্ডের ফ্র‌্যাঞ্চাইজি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টের পরবর্তী আসর আগামী বছরের ২৯ মে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। স্বাভাবিকভাবেই ১৮টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট হওয়ায় এর সূচিও থাকে ম্যারাথন, দীর্ঘ মেয়াদে। ফলে কেবল পিএসএলই নয়, ওই সময়ে চলমান কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজির জন্যই নিজেদের ক্রিকেটারদের না ছাড়ার কথা জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আইপিএলের কথা বলা হলেও, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নিলামের আগে ইংল্যান্ডসহ সব বোর্ডের কাছ থেকে ক্রিকেটারদের পাওয়ার নিশ্চয়তা নিয়েছে। ফলে আইপিএলে দল পাওয়া ক্রিকেটারদের হয়তো ছাড়তে বাধ্য থাকবে ইংলিশরা। সেক্ষেত্রে ভুক্তভোগী হবে পাকিস্তান। আগের আসরগুলোতে তারা ইংলিশ ক্রিকেটারদের পেলেও এবার সম্ভবত তাদের সেই সুযোগটি বন্ধ হতে চলেছে!

ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের ক্যামেরায় ২০২৪ পিএসএলের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ভাইটালিটি ব্লাস্ট এবং দ্য হান্ড্রেড টুর্নামেন্ট দুটিকে এড়িয়ে কোনো ক্রিকেটারই যেন কোনো প্রতিযোগিতায় অংশ না নেয় ইসিবি তার জন্য কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে। ইংল্যান্ড ক্রিকেটের অভিভাবক সংস্থাটি কোনো ক্রিকেটার যেন একটি টুর্নামেন্ট থেকে বাদ যেতেই আরেকটি টুর্নামেন্টে জড়িয়ে না যায়, সেই সুযোগ বন্ধ করার পরিকল্পনা করছে। নতুন নিয়ম অনুসারে– প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন না এমন ক্রিকেটাররা সাদা বলের ঘরোয়া টুর্নামেন্টও যাতে বাদ না দিয়ে বসেন।’

ওই প্রতিবেদনে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ‘আমরা আমাদের খেলার প্রতি সততা এবং ইংল্যান্ড ও ওয়েলসে হওয়া টুর্নামেন্টের শক্তি-সামর্থ্য বজায় রাখতে চাই। এই নিয়মে ক্রিকেটার ও কাউন্টি ক্লাবগুলোকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি বা ছাড়পত্র) দেওয়ার বিষয়ে বোর্ডের অবস্থান পরিষ্কার করা হবে। বাইরের দেশে খেলার অভিজ্ঞতা অর্জন এবং নিজেদের টুর্নামেন্টও ঠিক রাখার ভারসাম্য বজায় রাখাই মূল লক্ষ্য। যাতে কেউ আমাদের ঘরোয়া টুর্নামেন্টকে কোনোভাবেই ছোট না ভাবে।’

প্রসঙ্গত, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরই মার্চের মাঝামাঝি থেকে এক মাসব্যাপী পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলবে। আর আইপিএলের সম্ভাব্য উদ্বোধন ১৪ মার্চ থেকে। যেখানে খেলার জন্য ইতোমধ্যে মেগা নিলাম থেকে দল পেয়েছেন জস বাটলার, ফিল সল্ট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, রিচ টপলি ও মঈন আলিসহ কয়েকজন।

এএইচএস