দীর্ঘ এক বছর পর রঞ্জি ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ শামি। এক ম্যাচে নিজের সহজাত ছন্দও দেখিয়েছেন তিনি। এরপর তিনি প্রথম শ্রেণির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট মুস্তাক আলি ট্রফিতে খেলছেন বর্তমানে। অন্যদিকে, ভারত জাতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে মুখোমুখি। এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে হলে নাকি শামিকে কিছু শর্ত দেওয়া হয়েছে।

বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম বলছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই শামির ভারতীয় স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে আলোচনা চলছিল। তবে সেই সময় ফিটনেস আশানুরূপ না হওয়ায় তাকে বাইরে রেখেই বুমরাহ-কোহলিরা খেলতে যান অজি ভূমিতে। তবে এখনও এই সিরিজে ডাক পেতে নির্বাচকদের কাছে নিজেকে প্রমাণ করতে শামির হাতে এক সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে। 

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী— বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘বোর্ডের মেডিক্যাল টিম শামিকে কখন সবুজ সংকেত দেয় সেটাই দেখার অপেক্ষা। মেডিকেল টিম বিশ্বাস করে যে শামি ম্যাচ খেলতে থাকলে তার ওজন কমবে, যা তার দীর্ঘ সময় ম্যাচ খেলার মতো সহনশীল ক্ষমতাও বাড়বে।’ যদি পরিকল্পনা অনুযায়ী তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, তাহলে ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্ট খেলতে পারবেন এই পেসার।

সূত্রটি জানিয়েছে, ‘সৈয়দ মুস্তাক আলি ট্রফির টি-টোয়েন্টি ম্যাচে দুই ওভার বোলিং করা আদর্শ প্যারামিটার নয়। হাই-প্রোফাইল টেস্ট সিরিজ খেলার মতো সামর্থ্য অর্জন করা একটি ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। যদি তিনি মুস্তাক ট্রফির চ্যালেঞ্জ পাস হতে পারেন, তবে তাকে ভারত জাতীয় দলের সঙ্গে প্রশিক্ষণে পাঠানো যেতে পারে, একটি ভালো সিদ্ধান্ত হবে তাকে প্রশিক্ষণ দেওয়া। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন নির্বাচকরা।’

বিসিসিআই–এর স্পোর্টস সাইন্সের প্রধান নীতিন প্যাটেল এবং ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) প্রশিক্ষক নিশান্ত বোরদোলোই বাংলা দলের সঙ্গে শামির প্রশিক্ষণ এবং চোট পুনর্বাসনের রুটিন দেখভাল করছেন। মুস্তাক আলি ট্রফিতে শামির ম্যাচগুলো ২৩ নভেম্বর শুরু হয়েছিল, যখন তার ফিটনেস প্রমাণ করার জন্য ১০ দিন সময় ছিল। তবে ফেব্রুয়ারির আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে শামিকে ক্রিকেটে ফেরার জন্য তাড়াহুড়ো করা হবে না বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, শামির অনুপস্থিতিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে বড় ব্যবধানে জিতেছে ভারত। জাসপ্রিত বুমরাহ’র নেতৃত্বে সফরকারীদের এই জয় ছিল একপেশে। ভারপ্রাপ্ত অধিনায়ক বুমরাহ একাই নিয়েছেন ৮ উইকেট। এ ছাড়া মোহাম্মদ সিরাজ ৫, হার্শিত রানা ৪ উইকেট নিয়ে ২৯৫ রানের বড় জয় নিশ্চিত করেন।

এএইচএস