লজ্জার ইতিহাস গড়ে ৪২ রানে অলআউট শ্রীলঙ্কা
দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো নাস্তানাবুদ করেছিল শ্রীলঙ্কার বোলিং লাইনআপ। টেম্বা বাভুমার ৭০ রান ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি এশিয়ান দেশটির পেসারদের বিপক্ষে। ডারবানে সিরিজের প্রথম টেস্টে ১৭১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু এরপরেই প্রোটিয়া বোলাররা যেন প্রতিশোধ নিলেন। শ্রীলঙ্কাকে ডোবালেন নতুন লজ্জায়।
শ্রীলঙ্কা নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪২ রানে অলআউট হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যা দেশটির ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন সংগ্রহ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৭১ রানে অলআউট হওয়ার নজির ছিল লঙ্কানদের। ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল তারা। ডারবানে আজ সেটিকেও ছাপিয়ে গিয়েছে দলটি।
বিজ্ঞাপন
এছাড়া বলের বিচারে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন (৮৩ বল) খেলেছে শ্রীলঙ্কা। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ফরম্যাটে তৃতীয় সর্বনিম্ন রানের নজিরও গড়েছে দলটি।
মূলত পেসার মার্কো জানসেন বিধ্বংসী এক স্পেলেই নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন লজ্জায় ডুবল শ্রীলঙ্কা। প্রোটিয়া এই পেসার ৬.৫ ওভার বল করে খরচা করেছেন ১৩ রান। নিয়েছেন ৭ উইকেট। বাকি তিন উইকেটের দুটি গিয়েছে জেরাল্ড কোয়েৎজের কাছে। এক উইকেট কাগিজো রাবাদার। চলতি শতাব্দীতে যেটা দক্ষিণ আফ্রিকার মাটিতে সেরা বোলিং ফিগার।
দক্ষিণ আফ্রিকার মাঠে সেরা বোলিং ফিগার (চলতি শতাব্দী)
১৩/৭ - মার্কো জানসেন; প্রতিপক্ষ শ্রীলঙ্কা (২০২৪)
২৯/৭ - কাইল অ্যাবোট; প্রতিপক্ষ পাকিস্তান (২০১৩)
৬১/৭ - শার্দুল ঠাকুর; প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (২০২২)
দলীয় ৬ রানে ওভারের শেষ বলে দিমুথ কারুনারাত্নেকে ফেরান রাবাদা। পুরো ইনিংসে সেটিই তার একমাত্র উইকেট। যদিও ধ্বংসযজ্ঞের শুরুটা করেছেন এরই মাধ্যমে। পরের ওভারে স্কোরবোর্ডে এক রান যোগ হতেই পাথুম নিশাঙ্কা আউট হলেন জানসেনের প্রথম শিকার হয়ে। এরপরেই দীনেশ চান্ডিমাল আর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরান এই পেসার।
আরও পড়ুন
কোয়েৎজি যখন ফর্মের তুঙ্গে থাকা কামিন্দু মেন্ডিসকে ফেরালেন, তখনই মূলত লঙ্কানদের প্রতিরোধ গুঁড়িয়ে যায়। স্কোরবোর্ডে ৩২ রান যোগ করতেই শ্রীলঙ্কা হারায় ৫ উইকেট। পরের ৩ উইকেট হারানোর পথে তারা আর কোনো রানই যোগ করতে পারেনি। ৯ বলের ব্যবধানে ৩২ রানে ৪ উইকেট থেকে শ্রীলঙ্কা হয়ে যায় ৩২ রানে ৮ উইকেট।
লাহিরু কুমারা ১০ রান করে সেই স্কোর নিয়ে যান ৪২ পর্যন্ত। বিশ্ব ফার্নান্দো আর আসিথা ফার্নান্দো ডাক মারলে ৪২ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। যেটা তাদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন সংগ্রহ হয়ে থাকলো।
শ্রীলঙ্কার সর্বনিম্ন টেস্ট সংগ্রহ
৪২/১০ - প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ডারবান (২০২৪)
৭১/১০ - প্রতিপক্ষ পাকিস্তান, ক্যান্ডি (১৯৯৪)
৭৩/১০ - প্রতিপক্ষ পাকিস্তান, ক্যান্ডি (২০০৬)
৪২ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে তৃতীয় সর্বনিম্ন স্কোরের কীর্তি গড়েছে তারা। শীর্ষে থাকছে প্রোটিয়াদেরই দুই টেস্ট ইনিংস।
৩০/১০ - দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, সেন্ট জর্জ পার্ক (১৮৯৬)
৩৫/১০ - দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, নিউল্যান্ডস (১৮৯৯)
৪২/১০ - শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা, ডারবান (২০২৪)
বলের বিচারে টেস্ট ক্রিকেটে এটি গত ১০০ বছরে সর্বনিম্ন ইনিংস। লঙ্কানরা এদিন ডারবানে খেলেছে মোটে ৮৩ বল। আর সামগ্রিক বিচারে এটি টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বনিম্ন। সবচেয়ে কম বল খেলে অলআউটের নজিরটাও দক্ষিণ আফ্রিকারই। ১৯২৪ সালে এজবাস্টন টেস্টে মাত্র ৭৫ বলে খেলে ৩০ রানে অলআউট হয়েছিল প্রোটিয়ারা।
জেএ