সহজ ম্যাচ হারের পর যা বললেন রংপুর অধিনায়ক সোহান
সুপার ওভারে খুশদিল শাহর এক ছক্কায় মোট ১২ রান তুলেছিল রংপুর রাইডার্স। এই রান ডিফেন্ড করতে বিদেশি জ্যাক চ্যাপেলের ওপর আস্থা রেখেছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি এই পেসার। প্রথম বলেই ছক্কা হজম করেন চ্যাপেল। শেষ ২ বলে যখন ৫ রান দরকার, তখন পঞ্চম বলে এই পেসারকে আরো একটা ছক্কা হাঁকিয়ে ম্যাচের ইতি টানেন লিয়াম ডসন.
গায়ানায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে হ্যাম্পশায়ার। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানের বেশি করতে পারেনি রংপুর রাইডার্স। টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।
বিজ্ঞাপন
শেষ ৩ ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান, হাতে ছিল ৫ উইকেট। এমন সমীকরণও মেলাতে পারেনি রংপুর। ম্যাচ হেরে তাই আক্ষেপ করলেন অধিনায়ক সোহান। তিনি বলেন, 'এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। টুর্নামেন্ট ভালোভাবে শুরু করার খুব দারুণ সুযোগ ছিল। এটা আমাদের প্রথম ম্যাচ ছিল। কিন্তু আমরা সুযোগটা হাতছাড়া করলাম।'
ম্যাচ হারের কারণ হিসেবে সোহান বলেন, 'সে (জ্যাক চ্যাপেল) সত্যিই খুব ভালো বোলিং করেছে। আমার মনে হয় সে আমাদেরকে ছন্দটা ধরিয়ে দিয়েছিল। প্রথম দশ ওভারের পর আমরা বেশ ভালো অবস্থায় ছিলাম। পনেরো ওভার পর আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। এরপর আমরা এটা মিস করেছি। আমার মনে হয় রান আউট দুইটির কারণে আমাদের ম্যাচ হারতে হয়েছে।'
গায়ানার উইকেটের আচরণ নিয়ে সোহান বলেন, 'উইকেটটা একটু ট্রিকি ছিল। তাই ব্যাটসম্যানদের উইকেটের দিকে ফোকাস করার প্রয়োজন ছিল। বল মাঝে-মাঝে নিচু হয়ে আসছিল। কিন্তু ব্যাটে খুব ভালোভাবে আসছিল।'
এসএইচ/এইচজেএস