অন্য দুই ফরম্যাটের তুলনায় ওয়ানডেতে বেশ শক্তিশালী বাংলাদেশ দল। ঘরের মাঠে ফেভারিটের তকমা থাকে টাইগারদের গায়ে। তার উপর এবার তারুণ্যনির্ভর দল নিয়ে এসেছে শ্রীলঙ্কা। স্বাগতিকরা পাচ্ছে পূর্ণ শক্তির দল। মূল ম্যাচে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচেও রান পেয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। সবে মিলিয়ে সিরিজ জয়ের আত্মবিশ্বাস পেয়ে গেছে বাংলাদেশ।

আজ (বৃহস্পতিবার) বিকেএসপিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে ফিফটির স্বাদ পেয়েছেন; সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। মোসাদ্দেক হোসেন সৈকত দুবার ব্যাটিংয়ে নেমে করেছেন ৩০ রান। সাকিব আল হাসানও রানের দেখা পেয়েছেন। ব্যাটসম্যানদের রান পাওয়াকে স্বস্তি হিসেবে দেখছেন সৈকত।

আজ এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অনুশীলন ম্যাচ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি মনে করি ব্যাটসম্যানদের জন্য বেশি ভালো হয়েছে। দুদিন পর আমাদের আন্তর্জাতিক ম্যাচ। তার আগে আত্মবিশ্বাস নিয়ে গেছে এখান থেকে।

সঙ্গে যোগ করেন সৈকত, ‘রেজাল্ট অবশ্যই খুব ভালো হওয়া উচিৎ এবং আমাদের পক্ষে থাকা উচিৎ। কারণ সবাই জানে এ ফরম্যাটে আমরা কতটা ভালো দল। সবচেয়ে ভালো দিক হল আমাদের দলের বাইরে ছিল যারা সবাই এখন দলের সাথে আছে। সবাই খুব ভালো টাচের মধ্যে আছে। এটা দলের জন্য ভালো দিক। অবশ্যই সিরিজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি অবশ্যই ভালো কিছু আশা করি।’

ব্যাটসম্যানরা রান পেলেও দুই দল মিলিয়ে সর্বমোট ৬ উইকেট নিতে পেরেছেন বোলাররা। দলের সেরা দুই পেসার মুস্তাফিজ ও তাসকিন উইকেট শূন্য। সাকিব পেয়েছেন ১ উইকেট। তবুও বোলারদের জন্য ভালো প্রস্তুতি বলছেন সৈকত। এর কারণও জানান তিনি।

মোসাদ্দেক সৈকত বলেন, ‘বোলারদের জন্যও আসলে ভালো হয়েছে যে ভালো উইকেটে কিভাবে বল করতে হয়, আর গরমের মধ্যে বল করাটাও চ্যালেঞ্জিং হয়ে যায়। এ জায়গা থেকে আমি বলবো যে বোলারদের জন্য ভালো একটা অনুশীলন ছিল। গত দুদিন গরম একটু বেশি ছিল। সে হিসেবে আমি বলবো অনুশীলনটা ভালো হয়েছে। গরমটা আমরা মানিয়ে নিতে পারছি, গরমটা তুলনামূলক বেশি। পেস বোলারদের জন্য একটু কঠিন হতো সেটা তারা আজকে এখান থেকে কাভার করে নিয়েছে।’

পারিবারিক আর আইপিএল খেলতে যাওয়ার কারণে ছুটিতে ছিলেন সাকিব। দীর্ঘদিন পর ফিরেছেন তিনি। একই সঙ্গে মুস্তাফিজকেও পাচ্ছে দল। সবে মিলিয়ে স্বস্তির ঢেকুর তুলছে স্বাগতিক শিবির।

মোসাদ্দেকের ভাষায়, ‘সবাই যখন দলে একসাথে থাকে তখন দল চাঙ্গা থাকে। এ সময়গুলোতে দলের পারফরম্যান্স অনেক ভালো হয়। আমি মনে করি সাকিব ভাই ও মুস্তাফিজ ফেরায় দলের ভারসাম্য ভালো হবে। অবশ্যই আমরা যেহেতু পূর্ণ শক্তির দল নিয়ে নামবো সেহেতু জেতার জন্যই মাঠে নামবো এবং সিরিজ জেতার জন্যই খেলব।’

টিআইএস/এটি