সিরিজের মাঝপথে হঠাৎ কেন অস্ট্রেলিয়া ছাড়ছেন গম্ভীর?
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জার পর দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার দশা ছিল ভারতের। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে ২৯৫ রানের বিশাল জয়ে কিছুটা স্বস্তি ফিরেছে টিম ইন্ডিয়া শিবিরে। তবে এরই মধ্যে খবর, অস্ট্রেলিয়া ছাড়ছেন কোচ গৌতম গম্ভীর।
দ্বিতীয় টেস্টের আগে একটি অনুশীলন ম্যাচ খেলতে ক্যানবেরা যাবে ভারতীয় দল। কিন্তু দলের সঙ্গে যাবেন না কোচ গম্ভীর। তিনি ভারতে ফিরছেন। খবর অনুযায়ী, ব্যক্তিগত কারণে হঠাৎ দেশে ফিরে আসছেন তিনি। দ্বিতীয় টেস্টের আগে তিনি আবার অস্ট্রেলিয়া যেতে পারবেন কি না এখনও জানা যায়নি।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। গোলাপি বলে হবে সেই ম্যাচ। তার আগে ক্যানবেরায় অনুশীলন ম্যাচ খেলবে ভারত। বুধবার সেখানে যাবে দল। শনিবার থেকে শুরু হবে প্রস্তুতি ম্যাচ। কিন্তু দলের সঙ্গে ক্যানবেরা যাবেন না গম্ভীর।
দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি প্রথম টেস্টে খেলেননি। তবে ইতোমধ্যে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন রোহিত। সেখানে গোলাপি বলে অনুশীলনও করছেন তিনি। রোহিতকে পার্থে ড্রেসিংরুমেও দেখা গেছে। তিনি না থাকায় লোকেশ রাহুল ওপেন করেছিলেন। সঙ্গে ছিলেন যশস্বী জয়সওয়াল।
মনে করা হচ্ছে রোহিত ফেরায় রাহুল আবার মিডল অর্ডারে ফিরবেন। চোট সারিয়ে দ্বিতীয় টেস্টে দলে ফিরতে পারেন শুভোন গিলও। তিন নম্বরে তার জায়গায় খেলেছিলেন দেবদত্ত পাডিকল। তাকে পরের টেস্টে বসতে হতে পারে।
প্রথম টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরাহ। তার নেতৃত্বেই ইতিহাস গড়েছে ভারত। প্রথম ইনিংসে ১৫০ রান অলআউট হয়ে গিয়েছিল সফরকারীরা। তারপরও পেসারদের দাপটে ৪৬ রানে লিড নেয় ভারত। দ্বিতীয় ইনিংসে যশস্বী এবং বিরাট কোহলির শত রানে ভর করে অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের টার্গেট ছুড়ে দেয় তারা। যা তুলতে পারেনি অস্ট্রেলিয়া। ২৯৫ রানে ম্যাচ জিতে নেয় ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে রানের নিরিখে এটিই ভারতের সবচেয়ে বড় জয়।
এফআই