পিছিয়ে থেকে ইনিংস ঘোষণার পর প্রথম সেশন বাংলাদেশের
তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান ছিল বাংলাদেশের স্কোরবোর্ডে। হাতে ছিল এক উইকেট। বাংলাদেশ তখনও ১৮১ রানে পিছিয়ে। এখান থেকে যে কোনো দলই যতক্ষণ পারে ব্যাটিং করার চেষ্টা করবে। তবে চতুর্থ দিন সকালেই সবাইকে চমকে দিলো বাংলাদেশ। পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণা করলেন মেহেদি হাসান মিরাজ। ইনিংস ঘোষণার ‘সাহসী’ সিদ্ধান্ত নেওয়ার পর অবশ্য বল হাত দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে করেছে ৬১ রান। তাদের লিড এখন ২৪২ রানের। হাতে আছে আরো ৭ উইকেট।
বিজ্ঞাপন
নতুন বলে বাংলাদেশকে দ্রুত ব্রেকথ্রু এনে দিয়েছেন তাসকিন আহমেদ। প্রথম ইনিংসে ৯৭ রান করা মিকাইল লুইকে এবার ৮ রানের বেশি করতে দেননি এই ডানহাতি পেসার। তাসকিনের বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিয়েছেন লুই। রিভিউ নিলেও সফল হননি।
মিকাইল লুইয়ের পর কিসি কার্টিকেও ফেরান তাসকিন। ডানহাতি এই পেসারের বলে তৃতীয় স্লিপে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়েছের ১ রান কার্টি। তাতে ৩৫ রানে ২ উইকেট হারায় উইন্ডিজ।
তাসকিনের পর উইকেট-পার্টিতে যোগ দেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার ফিরিয়েছেন ক্রেইগ ব্রাফেটকে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কও স্লিপে জয়ের হাতে ক্যাচ দিয়েছেন। ২৩ রান এসেছে তার ব্যাট থেকে। ফলে ৩৯ রানে ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এইচজেএস