আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। শের-ই বাংলা স্টেডিয়ামে আজ সোমবারও তার ব্যতিক্রম ছিল না। এদিন টাইগ্রেস নারী দলের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন লেগ স্পিনার ফাহিমা খাতুন। 

লেগ স্পিন নিয়ে ফাহিমা বলেন, ‘প্রথম থেকেই আমি ব্যক্তিগতভাবে রশিদ খান ও শেন ওয়ার্নের খুব বেশি ভক্ত। আমাদের যে লেগস্পিন গ্রুপ আছে, আমাদের যে কন্ডিশন, সেক্ষেত্রে আমার চাওয়া লেগস্পিন গ্রুপটা সামনে নেতৃত্ব দেবে।’

জাতীয় পুরুষ দলের হয়ে রিশাদ হোসেন খেলছেন লেগ স্পিনার হিসেবে নিয়মিত। তবে খুব বেশি লেগি ক্রিকেটার না থাকলেও নারী দলে অনেক রয়েছে লেগি দাবি করে ফাহিমা বলেন, ‘রিশাদ হোসেনের অল্প সময়ের মধ্যে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখতে পেরেছি। আমি মনে করি বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দলের চেয়েও নারী দলে বেশ কিছু লেগস্পিনার দেখা যায়।’

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ নিয়ে ফাহিমা বলেন, ‘বিশ্বকাপে যখন আমরা প্রথম ম্যাচ জিতেছিলাম, আমাদের আশা অনেক বেড়ে গিয়েছিল। ইংল্যান্ডের সঙ্গেও দেখলাম যে ভালো ক্রিকেট খেলেছি। সেক্ষেত্রে আমাদের আরও একটা ম্যাচ জেতার সুযোগ ছিল। বিশ্বকাপের পর বলব আমাদের সামনে যে সিরিজটা এখন, সেটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি। দল হিসেবে মনে হয় আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।’

এসএইচ/জেএ