দল পাননি পাঞ্জাবের সাবেক অধিনায়ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের জন্য জেদ্দায় বসেছে দ্বিতীয় দিনের মেগা নিলাম। গতকাল তোলা হয়েছিল ৮৪ জন ক্রিকেটারকে। দুইদিনে মোট নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। গতকাল দল পেয়েছেন ৭২ জন ক্রিকেটার। সবমিলিয়ে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আছে। যেখানে বিদেশিদের জন্য সংখ্যাটা ৭০।
দ্বিতীয় দিনে প্রথম ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল কেন উইলিয়ামসনকে। এই কিউই ব্যাটার দল পাননি। রোভম্যান পাওয়েলকে ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ফাফ ডু প্লেসিকে ২ কোটিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ'কে দলে নেয়নি কেউই।
বিজ্ঞাপন
শার্দুল ঠাকুর দল পাননি। ৩ কোটি ২০ লাখে ওয়াশিংটন সুন্দরকে পেয়েছে গুজরাট। ২ কোটি ৪০ লাখে স্যাম কারেনকে কিনেছে চেন্নাই সুপার কিংস। ৭ কোটিতে পাঞ্জাবে মার্কো জানসেন। দল পাননি ড্যারিল মিচেল। ৫ কোটি ৭৫ লাখে বেঙ্গালুরুতে ক্রোনাল পান্ডিয়া। নীতিশ রানাকে ৪ কোটি ২০ লাখে পেয়েছে রাজস্থান।
শাই হোপ অবিক্রিত থেকেছেন। রায়ান রিকেলটনকে ১ কোটিতে পেয়েছে মুম্বাই। দল পাননি কে এস ভরত। ২ কোটি ৬০ লাখ রুপিতে পাঞ্জাবে জস ইংলিস। দল পাননি অ্যালেক্স ক্যারি ও ডন ফেরেইরা।
এইচজেএস