লিটন-মুমিনুলের ব্যাটে লড়ছে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ দল। গতকাল ২১ রানে ২ উইকেট হারানোর পর আজ রোববার তৃতীয় দিনে আবারো ব্যাট করতে নেমেছে টাইগাররা।
এদিন শুরু থেকে দেখে-শুনে খেলতে থাকেন গতকালের দুই অপরাজিত ব্যাটার মুমিনুল হক এবং শাহাদাত হোসেন দিপু। তবে ব্যক্তিগত ১৮ রান করার পরই ফিরে যান দিপু।
বিজ্ঞাপন
এরপর মুমিনুলকে নিয়ে দলের হাল ধরেছেন লিটন দাস। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। প্রথম সেশনে ২৫ ওভার খেলে টাইগাররা সংগ্রহ করেছে ৬৫ রান, হারিয়েছে ১ উইকেট।
এর আগে গতকাল স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে দিনের ২০ ওভারেরও বেশি সময় বাকি থাকতে ইনিংস ঘোষণা করে স্বাগতিক ক্যারিবীয়রা। তার আগেই ৯ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪৫০ রান। তারা বড় সংগ্রহ পেয়েছে গ্রিভসের কল্যাণে। দলীয় পুঁজি সাড়ে চারশ পার করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা এই ডানহাতি ব্যাটার অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
গতকাল নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনারই ফিরেছেন মাত্র ২১ রানে। ইনিংসের দশম ওভারে জেইডেন সিলসের বলে জাকির হাসান ১৫ রান করে বোল্ড হয়ে যান। অফ স্টাম্পের ওপর দিয়ে যেতে থাকা বলে ব্যাট চালিয়ে এডজ হয়ে মিডল ও লেগ স্টাম্প হারান এই বাঁ-হাতি ব্যাটার।
আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি। আলজারি জোসেফের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান ৫ রান করে।
এসএইচ/এইচজেএস