রাচিন-কনওয়েকে ধরে রাখল চেন্নাই, মুস্তাফিজের কী হবে?
চেন্নাই সুপার কিংসের রিটেইন করা ক্রিকেটারের তালিকায় নাম ছিল না নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের। তবে গুঞ্জন ছিল, নিলামে তাদের ধরে রাখতে পারে চেন্নাই। গুঞ্জন সত্যি করে ঘরের ছেলেদের ঘরেই ফেরাল মহেন্দ্র সিং ধোনির দল।
রাচিন রবীন্দ্রকে ৪ কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। এ ছাড়া নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার ডেভন কনওয়েকেও ধরে রাখল চেন্নাই। তাকে পেতে খরচ করতে হয়েছে ৬ কোটি ২৫ কোটি রুপি।
বিজ্ঞাপন
— Chennai Super Kings (@ChennaiIPL) November 24, 2024
গুঞ্জন আছে, নিলামের আগে ছেড়ে দেওয়া টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকেও ধরে রাখতে পারে চেন্নাই। মেগা নিলামে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি। এখনও পর্যন্ত নিলাম টেবিলে মুস্তাফিজের নাম উঠেনি।
দুইদিন ব্যাপী নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। তবে আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।
এবারের মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে চর্চায় মুস্তাফিজ। সাকিব আল হাসানের পাশাপাশি আইপিএলে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট ছিল তার পকেটে।
এর আগে সানরাইজার্সের হয়ে আইপিএল শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০১৬ সালে ১৬ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছিলেন। বোলিংয়ে কিছুটা ধার কমলেও কাটার মাস্টারকে নিয়ে আগ্রহ দেখাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।
এফআই