ঘরের মাঠে টেস্টে ঐতিহাসিক ধবলধোলাইয়ের পর অস্ট্রেলিয়ায়ও শুরুটা মনের মতো হয়নি ভারতের। অবশ্য ১৫০ রানে অলআউট হয়েও বোলারদের কল্যাণে তারা ৪৬ রানের লিড পেয়ে যায়। দ্বিতীয় ইনিংসে মুদ্রার সম্পূর্ণ বিপরীত চিত্র নিয়ে হাজির যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। দুজন মিলে গড়েছেন ২০১ রানের ম্যারাথন ওপেনিং জুটি। রাহুল ৭৭ রানে ফিরলেও, রেকর্ডগড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন জয়সওয়াল।

দুই ওপেনারই পার্থ টেস্টের প্রথম ইনিংসে ফিরেছিলেন আক্ষেপ নিয়ে। প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে জয়সওয়াল আউট হন শূন্য রানে, অপরদিকে রাহুলের আউট নিয়ে ছিল জোর বিতর্ক। সেই হতাশা দ্বিতীয় ইনিংসে দুজনেই ঝেড়ে ফেলেছেন। ১৭৬ বলে (৫টি চার) দেখেশুনে খেলেছেন রাহুল। তবে ২২ বছর বয়সী তরুণ জয়সওয়াল প্রয়োজনমতো স্ট্রাইক রোটেট করেছেন, চাপ দিয়েছেন স্টার্ক-কামিন্সদের ওপর। আর তাতে ভারতের লিডও সাড়ে তিনশ পেরিয়েছে।

২৯৭ বলে ১৫টি চার ও ৩ ছক্কায় ১৬১ রান করেছেন জয়সওয়াল। তার ইনিংসে হয়েছে বেশ কয়েকটি রেকর্ডও। সংখ্যায় সংখ্যায় সেসব কীর্তি দেখে নেওয়া যাক— 


জয়সওয়াল বিশ্ব ক্রিকেটে মাত্র দ্বিতীয় ব্যাটার যিনি নিজের প্রথম চারটি সেঞ্চুরিকেই দেড়শ–তে পরিণত করেছেন। এর আগে ক্যারিয়ারের প্রথম চার সেঞ্চুরিকেই দেড়শতে রূপ দেওয়ার একমাত্র কীর্তিটি ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের। 


সেঞ্চুরি পূর্ণ করার পথে মিচেল স্টার্ককে আপার কাটে দারুণ এক ছয় হাঁকান জয়সওয়াল। ২০০১ সালের পর এখন পর্যন্ত তিনজন বিদেশি অস্ট্রেলিয়ায় ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছেছেন। ২০০৩ সালে অ্যাডিলেডে রাহুল দ্রাবিড়, ২০০৯ সালে ওয়াকায় ক্রিস গেইল। আর এবার পার্থে জয়সওয়াল।

১৫
১৫তম টেস্ট শেষে রানসংগ্রহে বিশ্বক্রিকেটে চতুর্থ অবস্থান জয়সওয়ালের। তিনি ১৫৬৮ রান করেছেন। তার আগে রয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান (২১১৫), মার্ক টেলর (১৮১৮) ও ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস (১৫৭৬)। পাঁচে থাকা আরেক অজি তারকা মাইকেল হাসি সমানসংখ্যক টেস্টে ১৫৬০ রান করেন।

২৩
বয়স ২৩ পূর্ণ হওয়ার আগেই টেস্টে চারটি দেড়শ’র বেশি রানের ইনিংস খেললেন জয়সওয়াল। সমানসংখ্যক দেড়শ নিয়ে একই কীর্তি রয়েছে জাভেদ মিয়াঁদাদ, গ্রায়েম স্মিথ এবং শচীন টেন্ডুলকারের। ২৩ বছর বয়সের আগেই সর্বোচ্চ ৮টি টেস্টে দেড়শ বা তার বেশি রানের রেকর্ডটিও ডন ব্র্যাডম্যানের দখলে।

একইভাবে ২২ বছর বয়সে ভারতের হয়ে চারটি করে সেঞ্চুরির কীর্তি গাভাস্কার-বিনোদ কাম্বলি ও জয়সওয়ালের। শচীন ৮টি এবং রবি শাস্ত্রীর সেঞ্চুরি রয়েছে ৮টি।

২৩/৩
বয়স ২৩ হওয়ার আগে এক ক্যালেন্ডার ইয়ারেই (২০২৪) তিনটি সেঞ্চুরি করে ফেললেন জয়সওয়াল। ওই বয়সে সমান তিনটি করে টেস্ট সেঞ্চুরি আছে ভারতের রবি শাস্ত্রী (১৯৮৪) ও শচীনের (১৯৯২)। তবে গাভাস্কার (১৯৭১) ও বিনোদ কাম্বলি (১৯৯৩) ওই সময়েই ৪টি টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছেন।

১০০
অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলতে নেমেই সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জয়সওয়াল তৃতীয়। তার আগে ১৯৬৭-৬৮ সালে ব্রিসবেন টেস্টে জয়সিমহা (১০১) ও ১৯৭৭-৭৮ সালে একই ভেন্যুতে সুনীল গাভাস্কার সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্টে। এখন পর্যন্ত হওয়া তিন সেঞ্চুরিই হয়েছে টেস্টের দ্বিতীয় ইনিংসে।

এএইচএস