ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অ্যান্টিগাতে। সেখানে সিরিজের প্রথম টেস্ট গতকাল থেকে মাঠে গড়িয়েছে। এই সিরিজে নাজমুল হোসেন শান্তর ইনজুরিতে অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচ দিয়েই অধিনায়ক হিসেবে অভিষেক হলো এই অলরাউন্ডারের। 

এই ম্যাচের একাদশে অবশ্য খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এ বিষয়ে অবশ্য আজ শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 

শুরুতে একাদশ কেমন হয়েছে জানতে চাইলে রসিকতার ছলে বলছিলেন ফারুক, ‘আমি এখন একাদশটা বলে দিতে পারি যদি চাও। না এখন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে।’ পরে মিরাজের সাথে কথা হয়েছে জানিয়ে ফারুক বলেন, ‘না মিরাজের সাথে অবশ্যই আমার কথা হয়েছে।’

পরে ফারুক আরো বলেন, ‘টিমের ব্যাটিং অর্ডার এগুলোতে আমি আসলে ইনভলব না। তারা যারা আছে এ দায়িত্বটা নিয়ে নেবে। আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারি, হেল্পটা করব। সাবেক অধিনায়ক বলেন, কিংবা সাবেক প্রধান নির্বাচক হিসেবে। আমার ইনপুট এর ধারণা হচ্ছে জায়গাটা আরেকটু খুলে দেওয়া। ডিসিশন কিন্তু ওদেরই।  কোন যদি বুদ্ধি পরামর্শ যদি চায় তাহলে আমি দিবো, ফাইনালে সিদ্ধান্ত হবে টিম ম্যানেজমেন্টের।’

আইপিএলে ১২ ক্রিকেটার নাম দিয়েছেন সুযোগ পেলে খেলার সুযোগ পাবেন কি না প্রশ্নে ফারুক বলেন, ‘নিলামটা হোক দেখি রেসপন্সটা কেমন যদি ওরা সুযোগ পায় এটা দেশের জন্য ভালো। যদি দেশের খেলা না থাকে আমি এটা স্বাগতই জানাবো. আসলে ওরা খেলতে পারে যদি চান্স পায়।’ 

এসএইচ/জেএ