সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজ ও বাংলাদেশ সিরিজে রান পাননি তিনি। ঘরের মাঠেও তার এমন রান খরা ক্যারিয়ারে খুব একটা দেখা যায়নি। তাই অনেকেই কোহলির এমন পারফরম্যান্সের সমালোচনা করছেন। তবে জাসপ্রিত বুমরাহ মনে করেন, শীঘ্রই ঘুরে দাঁড়াবেন কোহলি।

সব সংস্করণের ক্রিকেট মিলিয়ে সর্বশেষ ১৩ ইনিংসে কোনো ফিফটি নেই কোহলির। ঘরের মাঠে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ মিলিয়ে পাঁচ টেস্টে তার ব্যাটিং গড় স্রেফ ২১.৩৩। নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়া সিরিজে ৬ ইনিংস মিলিয়ে করতে পেরেছেন কেবল ৯৩ রান।

কোহলির অফফর্ম প্রসঙ্গে বুমরাহ বলেন, ‘কোহলিকে আমার বুঝানোর কিছু নেই। তাঁর অধীনে আমার অভিষেক হয়েছিল। একটা সিরিজ ভালো কিংবা খারাপ যেতেই পারে কিন্তু সে এখনও আত্মবিশ্বাসী।’

রোহিত শর্মা এই সিরিজে খেলছেন না। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। অজিদের বিপক্ষে অধিনায়কত্ব নিয়ে বুমরাহ বলেন, ‘আমি যখন এসেছিলাম তখন কোচ এবং ম্যানেজমেন্ট আমাকে সেই নিশ্চয়তা দিয়েছে যে আমি দলকে নেতৃত্ব দিতে যাচ্ছি। সেই দায়িত্ব (অধিনায়কত্ব) পালনের জন্য মুখিয়ে আছি। আগেই আমি এটা করেছি এবং সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি।’

‘ক্রিকেটের সৌন্দর্য্য হচ্ছে আপনি জিতুন কিংবা হারুন, আপনি আবার শূন্য থেকে শুরু করতে পারবেন। নিউজিল্যান্ড সিরিজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে কিন্তু আমরা পেছনের কথা মনে রাখতে চাই না। ওইখানের কন্ডিশন ভিন্ন ছিল এবং এখানকার কন্ডিশনও ভিন্ন।’-যোগ করেন তিনি।

এইচজেএস