তিনদিন পরই সৌদি আরবের জেদ্দায় বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। প্রথমে এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ইংল্যান্ডের গতিতারকা জোফরা আর্চার। বলা হয়েছিল চোটমুক্ত থাকতে তিনি আপাতত জাতীয় দলের খেলায় মনোযোগী। তবে শেষ মুহূর্তে সেই অবস্থান থেকে সরে এসে নিলামের জন্য নাম দিয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা।

আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৪-২৫ নভেম্বর। যার জন্য সপ্তাহ দুয়েক আগে নিলামে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে বিসিসিআই। যদিও এবারের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১৫৭৪ ক্রিকেটার, সেখান থেকে বাছাই শেষে রাখা হয় ৫৭৪ জনকে। তার আগেই অবশ্য নিলাম থেকে নাম প্রত্যাহার করেন ইংল্যান্ডের আর্চারসহ টেস্ট অধিনায়ক বেন স্টোকস, জো রুট ও মার্ক উডরা। সেখান থেকে আর্চার ইউটার্ন নিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। 

ডানহাতি এই পেসার অবশ্য গত কয়েক বছর ধরেই চোটের ধাক্কায় বিপর্যস্ত। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পরবর্তী অ্যাসেজের আগে নিজের প্রস্তুতি সেরে রাখতে আর্চার প্রাথমিকভাবে আইপিএলের নিলাম থেকে নিজেকে সরিয়ে নেন। যে কারণে আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী– আগামী নিলামেও অংশ নিতে পারতেন না তিনি। মেগা নিলামে নাম প্রত্যাহার করা ক্রিকেটারদের জন্য এবার এই নতুন নিয়ম করা হয়েছে।

চোটের কারণে গত দুই মৌসুমে মাত্র দুই ম্যাচ খেলেন আর্চার

এদিকে, সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মার্ক উড এবং জোফরা আর্চারকে আইপিএলে খেলার জন্য প্ৰথমে ছাড়পত্র দেওয়া হয়নি। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নজর পরবর্তী অ্যাসেজ সিরিজে। ইসিবির এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন আর্চার। তারপরই ছাড়পত্র দিতে বাধ্য হয় ইংলিশ বোর্ড। আরেক পেসার মার্ক উড নিলাম থেকে নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্তেই সায় দিয়েছেন।

এর আগে ২০২২ আইপিএলের মেগা নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স ৮ কোটি রুপিতে আর্চারকে দলে নিয়েছিল। চোটের কারণে সেই মৌসুমে পুরোপুরি অনুপস্থিত থাকার পর ইংলিশ পেসার পরের আসরে খেলেছেন মাত্র ৪ ম্যাচ। তারপর দেশে ফিরে যান কনুইয়ের চোট সারানোর জন্য। গত শুক্রবার বিসিসিআইয়ের পক্ষ থেকে যে ৫৭৪ জন ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়, সেই তালিকায় যুক্ত হবে আর্চারের নাম।

নিলামে নাম দেওয়া ক্রিকেটারদের মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে আবার তিনজন আইসিসির সদস্য দেশের ক্রিকেটারও রয়েছেন। আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে ভারতীয় এবং বিদেশি ক্রিকেটারদের সংখ্যা যথাক্রমে ৩১৮ এবং ১২ জন। নিলামে সর্বোচ্চ খেলোয়াড় ইংল্যান্ডের, আর্চারকে নিয়ে যা ৩৯–এ দাঁড়ালো। সবমিলিয়ে দল পাওয়ার সুযোগ রয়েছে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারের। এর আগে ১০ ফ্র্যাঞ্চাইজি ৪৬ জনকে নিলামের আগেই রিটেনশনের মাধ্যমে স্কোয়াডে নিয়েছে।

এএইচএস