‘সালাহউদ্দিন স্যারের সঙ্গে কাজ করে ব্যাটিংয়ে উন্নতি হয়েছে’
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সাদা ফরম্যাটের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এই সিরিজ সামনে রেখে নিয়মিত অনুশীলন করছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
দীর্ঘ ১৬ মাস পর দলে ফিরেছেন শারমিন আক্তার সুপ্তা। আসন্ন সিরিজ সামনে রেখে কঠোর পরিশ্রম করছেন তিনি। বিশেষত কোচ সালাহউদ্দিনের সঙ্গে কাজ করেছেন তিনি। নিজের ব্যাটিংয়ে উন্নতি করতেই এই কোচের কাজ করছেন তিনি।
বিজ্ঞাপন
সুপ্তা বলেন, ‘স্যারের (সালাহউদ্দিন) সঙ্গে অনেক দিন ধরে কাজ করছি। তিনি আমার ব্যাটিংয়ে পরিবর্তন আনার জন্য বেশ কিছু জিনিস শিখিয়েছেন। শুরুতে আমি অনেক দিন ক্রিকেট খেলে ফেলায় আমার পক্ষে নতুন কিছু রপ্ত করাটা কঠিন হয়ে পড়ছিল। তাই সময় যত গেছে আমি ততই স্যারের দেওয়া কৌশলের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। আমার ব্যাটিং অ্যাপ্রোচে তাই পরিবর্তন এসেছে, যা আমার খেলাকে সহজ করেছে।’
আইরিশদের থেকে নিজেদের এগিয়ে রাখলেও সিরিজ জেতা সহজ হবে না বলছেন সুপ্তা, ‘আমরা র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের চেয়ে এগিয়ে থাকলেও সিরিজটি সহজ হবে না। আমাদের প্রস্তুতি চলছে এবং আমরা আত্মবিশ্বাসী যে সিরিজ জিততে পারব। আয়ারল্যান্ডকে নিয়ে আমাদের যে পরিকল্পনা রয়েছে, তা আমরা দলীয়ভাবেই ঠিক করেছি। মাঠে আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ফলাফল আমাদের পক্ষেই আসবে।’
চ্যালেঞ্জের কথা জানিয়ে সুপ্তা বলেন, ‘আমরা সবাই একসঙ্গে অনেক দিন ধরেই ক্রিকেট খেলছি। জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ—সব জায়গাতেই একত্রে খেলার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দলে খেলার সুযোগ পারফরম্যান্সের ওপর নির্ভর করে। দলে সিনিয়র-জুনিয়র কোনো বিষয় নয়; মাঠে সবাই পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেদের সেরাটা দিতে চেষ্টা করে। আমার ব্যাটিংয়ে সিঙ্গেল, রোটেশনের ওপর জোর দিয়েছি। পাওয়ার হিটিংয়ে আমরা সবাই ততটা ভালো নই। তবে সিঙ্গেল এবং পাওয়ার হিটিং দুটির উন্নতিতে কাজ করছি।’
এসএইচ/এইচজেএস