আইপিএল শুরুর আগেই নিষেধাজ্ঞায় হার্দিক
আইপিএলের গত আসর শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। প্রথমবার মুম্বাইয়ের দায়িত্ব নিয়ে সুবিধা করতে পারেননি তিনি। আসরে ১৪টি ম্যাচের ১০টি হেরেছে তার দল। ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেছিল মুম্বাই। এমন পারফরম্যান্সের পরও আসন্ন আসরে নেতৃত্ব থাকছে হার্দিকের কাঁধেই।
তবে আসর শুরুর আগেই মুম্বাইয়ের জন্য একটা দুঃসংবাদ অপেক্ষা করছে। আসন্ন আসরের প্রথম ম্যাচে খেলতে পারবেন না হার্দিক। অধিনায়ককে ছাড়াই আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে হবে তাদের।
বিজ্ঞাপন
আরও পড়ুন
মূলত গত আসরের শাস্তি এবারের আসরে পাচ্ছেন হার্দিক। সেই আসরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার বোলিং করতে পারেনি মুম্বাইয়ের বোলাররা। আসরে তৃতীয় বারের মতো এই নিয়ম ভঙ্গ করেছিল মুম্বাই।
আইপিএলের নিয়ম অনুযায়ী, একই আসরে তৃতীয়বার স্লো ওভার রেটের নিয়ম ভঙ্গ করলে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন অধিনায়ক। এ কারণেই গত আসরে মুম্বাইয়ের শেষ ম্যাচের পর নিষেধাজ্ঞায় পড়েন হার্দিক। সেই আসরে আর কোনো ম্যাচ বাকি না থাকায় সেটা এবারের আসরের কার্যকর হবে।
এদিকে নিলামের আগে পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে মুম্বাই। হার্দিক ছাড়াও সেই তালিকায় রয়েছেন জাসপ্রিত বুমরাহ, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা পাবেন বুমরাহ। তাকে ১৮ কোটি রুপি দিয়ে রাখা হয়েছে। অধিনায়ক হার্দিক পাবেন ১৬.৩৫ কোটি, সূর্যকুমার পাবেন ১৬.৩৫ কোটি, রোহিত পাবেন ১৬.৩০ কোটি এবং তিলক পাবেন ৮ কোটি রুপি।
এইচজেএস