আইপিএলের মেগা নিলামের আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় নিলাম অনুষ্ঠিত হবে। এবারের নিলামে ভাগ্য নির্ধারণ হবে ৫৭৪ জন ক্রিকেটারের। দল পাওয়ার দৌড়ে থাকছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামিও।

নিলাম শুরুর আগেই মোহাম্মদ শামির দরদাম নিয়ে ভবিষ্যদ্বাণী করে ভারতীয় পেসারের তোপের মুখে পড়লেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।

সম্প্রতি চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন শামি। আর ফিরেই চেনা ছন্দে ধরা দিয়েছেন তিনি। যা দেখে সৌরভ গাঙ্গুলী মন্তব্য করেছেন, বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য এখনই শামিকে অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়া উচিত। হাই-ভোল্টেজ সিরিজে শামি যোগ দেবেন কি না, সেই জল্পনার মাঝেই আইপিএলে শামির ‘মূল্য’ নিয়ে নিজের মতামত দিলেন মাঞ্জরেকার। তার মতে, আসন্ন নিলামে শামির দাম কমবে!

২০২২ আইপিএল নিলামে ৬.২৫ কোটি রুপিতে শামিকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। যে দল প্রথম মৌসুমেই রানার্স-আপ হয়। পরের মৌসুমে চ্যাম্পিয়ন। তবে মাঞ্জরেকারের দাবি, টি-টোয়েন্টি ফরম্যাটে শামিকে ওই দামের থেকে বেশি অর্থে কিনবে না কোনো ফ্র্যাঞ্চাইজি।

‘শামিকে নিতে অনেক দলই আগ্রহী হবে। কিন্তু শামি বারবার চোটের কবলে পড়েছে। তাই আইপিএল চলাকালীনও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ফলে কোনো দল তাকে নিয়েও যদি মাঝপথে না পায়, তাহলে সমস্যা হবে। আর সেই কারণেই তার দর পড়তে পারে’-বলেন মঞ্জরেকর। 

সাবেক ভারতীয় ক্রিকেটারের এমন ভবিষ্যদ্বাণীতে অখুশী শামি। কোনো রাখঢাক না রেখে ইনস্টাগ্রাম স্টোরিতে কটাক্ষের সুরে লিখেছেন, ‘বাবার জয় হোক। নিজের ভবিষ্যতের জন্যও একটু জ্ঞান বাঁচিয়ে রাখুন। কাজে দেবে। কেউ নিজের ভবিষ্যৎ জানতে চাইলে স্যারের সঙ্গে দেখা করুন।’

প্রসঙ্গত, আসন্ন আইপিএলে শামির ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি। তবে তার দাম নিয়ে ভবিষ্যদ্বাণীর পর পাল্টা প্রতিক্রিয়াকে কেন্দ্র করে নিলাম টেবিলে ভারতীয় এই পেসারকে ক্রিকেটপ্রেমীদের আগ্রহটা আরও বেড়ে গেল মনে হচ্ছে। 

এফআই