বছরের শেষভাগে এসে যেন দেখা মিলছেসবচেয়ে আকর্ষণীয় টেস্ট সিরিজের। ভারত ও অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের এই সিরিজ নিয়ে দুই দলের ক্রিকেটার এবং সাবেকদের মাঝে কথার লড়াই চলছে বেশ লম্বা সময় নিয়ে। পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের এই সিরিজ। দুই দলের এই সিরিজ থেকেই নির্ধারিত হতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। 

পাঁচ ম্যাচের এই সিরিজে ভারত ক্রিকেটে অন্তত ৮ রেকর্ড হতে পারে। রেকর্ডে যুক্ত হতে পারেন ৫ ক্রিকেটার। তবে এদের মাঝে বিরাট কোহলিই স্পর্শ করতে পারেন সবচেয়ে বড় মাইলফলক। আন্তর্জাতিক ক্রিকেটেই সবচেয়ে বেশি রানের শীর্ষ তিনে চলে আসতে পারেন এই ভারতীয় ব্যাটার। 

বিরাট কোহলি 

৩৫০ - এই সিরিজে আর ৩৫০ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে চলে আসবেন বিরাট কোহলি। পেরিয়ে যাবেন অস্ট্রেলিয়ারই কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিংকে। তার সামনে থাকবেন কেবল শচীন টেন্ডুলকার এবং কুমার সাঙ্গাকারা। 

১ - আর একটা সেঞ্চুরি করলেই অস্ট্রেলিয়ার মাঠে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার হবেন কোহলি। বর্তমানে ৬ সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের সঙ্গে এই কীর্তিতে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। 

যশস্বী জয়সওয়াল 

৪৪৪ - এক ক্যালেন্ডার বছরে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকার। ২০১০ সালে করেছিলেন ১ হাজার ৫৬২ রান। এই সিরিজেই জয়সওয়াল ভেঙে দিতে পারেন সেই রেকর্ড। সেজন্য দরকার ৪৪৪ রান। বর্তমান ফর্মে সেই রেকর্ড ভাঙা অসম্ভব না এই ব্যাটারের জন্য। 

১৫ - জয়ওয়ালের পরের রেকর্ড বেশ সহজ। বাঁহাতি ব্যাটারদের মধ্যে ভারতের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের করে নিতে পারেন তিনি। বর্তমানে এই রেকর্ডের মালিক গৌতম গম্ভীর। ১ হাজার ১৩৪ রান করেছিলেন ২০০৮ সালে। 

রবিচন্দ্রন অশ্বিন 

১ - ১ উইকেট নিলেই টেস্ট ক্রিকেটে ৫৫০ উইকেট হবে অশ্বিনের। যা ভারতীয়দের মধ্যে হবে দ্রুততম। এই ল্যান্ডমার্ক স্পর্শ করতে অনিল কুম্বলে খেলেছিলেন ১১৫ টেস্ট। সার্বিকভাবে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫৫০ টেস্ট উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। খেলেছিলেন ৯৪ টেস্ট। 

১৩ - ভারতের জার্সিতে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারী হতে অশ্বিনের দরকার ১৩ উইকেট। ১১ উইকেট পেলে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী হবেন তিনি। বর্তমানে সবচেয়ে বেশি উইকেট কপিল দেবের (৫১ টি)। আর কুম্বলের উইকেট ছিল ৪৯টি। 

জাসপ্রীত বুমরাহ 

২৭ - ৫ ম্যাচে ১০ ইনিংস। বুমরাহর দরকার ২৭ উইকেট। তাহলেই মাত্র ৬ষ্ঠ ভারতীয় পেসার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন বুমরাহ। হয়ে যেতে পারেন ভারতের হয়ে দ্রুততম ২০০ উইকেট শিকারী পেসার। 

২০ - অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হতে বুমরাহর দরকার ২০ উইকেট। 

জেএ