প্রকায় ৫ মাস আগে ইসরায়েলের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল অস্ট্রিয়া। সেই ম্যাচে ইসরায়েলের সঙ্গে আইসিসির নিয়ম বহির্ভূত আচরণ করেছিল অস্ট্রিয়া দল। সেই ঘটনায় এবার ক্ষমা চেয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

সেই ঘটনার পর ৫ মাস পেরিয়ে গেছে। ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। দুই বোর্ড কিংবা আইসিসি কেউই এ ঘটনার বিস্তারিত গণমাধ্যমে প্রকাশ করেনি।

তবে গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) আইসিসি জানিয়েছে, সেই ঘটনায় ইসরায়েল ক্রিকেট অ্যাসোসিয়েশনর কাছে ক্ষমা চেয়েছে অস্ট্রিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন। আইসিসির বিবৃতিতে বলা হয়, 'এই ঘটনায় ‘কেউ আঘাত পেয়ে থাকলে বা কোনো অপরাধ হয়ে থাকলে’ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছে অস্ট্রিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন।'

'অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে ‘দ্রুত ব্যবস্থা’ নিয়েছে অস্ট্রিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনে এবং আচরণবিধি অনুযায়ী তাকে শৃঙ্খলাভঙ্গের সাজা দেওয়া হয়েছে।'-যোগ করা হয়।

ঘটনাটি ঘটেছিল গত ১০ জুন। ইতালির রোমে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপের আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচের মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ইসরায়েলকে ৭ উইকেটে হারিয়েছিল অস্ট্রিয়া।

এইচজেএস