উইন্ডিজ সফরে নেই বাংলাদেশের কোচিং স্টাফের দুই সদস্য
দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের অ্যানালিস্টের দায়িত্ব নিয়েছিলেন মহসিন শেখ। তবে চুক্তি পূর্ণ করার আগে শেষ হচ্ছে মহসিন অধ্যায়! এমনটি গুঞ্জন রয়েছে। অবশ্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি এই ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখ। এমনকি দলের সঙ্গে যাননি ব্যাটিং কোচ ডেভিড হেম্পও।
তবে কি এই দুই কোচিং স্টাফের সদস্যের বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে। এ বিষয় নিয়ে যোগাযোগ করা হয় বিসিবির এক কর্মকর্তার সঙ্গে। সেই কর্মকর্তা অবশ্য ঢাকা পোস্টকে জানিয়েছেন তাদের এই সফরে না যাওয়া সম্পর্কে। হেম্পের জাতীয় দলের অধ্যায় যদি শেষ হয় তাহলে কি তার পুরোনো ঠিকানা এইচপিতে ফিরে যাবেন। সেই বিষয়েও নিশ্চিত করে কিছু বলতে পারেননি এই বিসিবির কর্মকর্তা।
বিজ্ঞাপন
সেই কর্মকর্তা বলেন, ‘দেখেন এই সিরিজটিতে তারা যায়নি। পরবর্তী প্রসেস কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না। আপাতত এই সিরিজে তারা নেই। হেম্প যেহেতু নেই কোচ সালাউদ্দিন স্যার বিষয়টি দেখবেন ব্যাটিংয়ের।’
বাংলাদেশের জন্য এই সিরিজটি চলতি বছরের শেষ সিরিজ। টেস্ট ক্রিকেট দিয়ে শুরু হবে দুই দলের এই সিরিজ। অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু হবে ২২ তারিখ। এরপরে আছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
ডেভিড হেম্প না থাকায় বাংলাদেশের ব্যাটিং দেখবেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কদিন আগেই জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের ক্রিকেটের গুণী এই কোচ। আফগানিস্তান সফরে দলের সঙ্গে ছিলেন না তিনি। তবে উইন্ডিজ সফরে ঠিকই শান্ত-হৃদয়দের কোচ হচ্ছেন তিনি।
এসএইচ/জেএ