পাকিস্তানে শেষ কবে লম্বা সময় কেউ কোচের দায়িত্ব পালন করেছেন, এমন প্রশ্ন করলে হয়তো বেশ ভাবতে হতে পারে। কয়েকদিন আগেই তাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি কোচ গ্যারি কার্স্টেন দায়িত্ব ছাড়েন। এরপর টেস্ট ফরম্যাটের কোচ জেসন গিলেস্পিকে তার স্থলাভিষিক্ত করা হয়। এরপর বাবর-রিজওয়ানদের সাদা বলে নতুন কোচ করা হয়েছে সাবেক পাকিস্তানি ক্রিকেটার আকিব জাভেদকে। এবার তারা নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিলো।

মূলত আকিবের চাওয়ামতোই নাকি ব্যাটিং কোচ হিসেবে নেওয়া হয়েছে শাহিদ আসলামকে। সেভাবে পরিচিত মুখ না হলেও তিনি পাকিস্তান জাতীয় দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করে আসছেন। বাবর-শাহিনদের ফিল্ডিং কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন আসলাম। এবার তিনি যোগ দিচ্ছেন পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে। গত দু’বছর লাহোরে পাকিস্তানের হাইপারফরমেন্স দলের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

গতকাল সোমবার আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বেছে নিয়েছিল পিসিবি। কারণ পাকিস্তান জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শিগগিরই সিরিজ খেলতে নামবে। ইতোমধ্যে পাকিস্তান দলে যোগ দিতে দেশ ছেড়েছেন আকিব জাভেদ। প্রথমে ২৪ নভেম্বর থেকে জিম্বাবুয়ের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে রিজওয়ানের দলটি। এরপর ১০ ডিসেম্বর থেকে পাকিস্তান প্রোটিয়াদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে হতশ্রী পারফরম্যান্সে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতায় তারা তিনটি ম্যাচেই হেরেছে। এরপরই নতুন ব্যাটিং কোচ দায়িত্ব নিচ্ছেন রিজওয়ান-সাইম আইয়ুবদের। 

এএইচএস