বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে আয়োজিত হতে যাচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পাঁচ ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন টুর্নামেন্টের আয়োজন করছে। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও।

বাংলাদেশ থেকে একটি দল এই লিগে খেললেও তানজিম হাসান সাকিব খেলবেন ক্যারিবিয়ান লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। মূলত বাংলাদেশি এই পেসারকে গ্লোবাল সুপার লিগের জন্যই দলভুক্ত করেছে গায়ানা।

তবে চোটের কারণে এই আসরে তার খেলা নিয়ে এতদিন ছিল অনিশ্চয়তা। অবশ্য এবার আশার কথা শোনা গেল সাকিবের সুপার লিগ খেলা নিয়ে। চোট কাটিয়ে মাঠে ফেরার পর ফিটনেস টেস্ট দিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।

ফিটনেস পরীক্ষায় পাস করায় বিসিবির কাছ থেকে এই লিগে খেলার অনুমতি পেয়েছেন সাকিব। বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা পোস্টকে।

গ্লোবাল সুপার লিগ খেলতে চলতি মাসের ২২ তারিখ দেশ ছাড়তে পারেন এই বাংলাদেশি পেসার।

এসএইচ/এইচজেএস