বাংলাদেশের বাজে শুরুর পর বৃষ্টিতে বন্ধ খেলা
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেল সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজে গেছে বাংলাদেশ দল। মূল সিরিজ শুরুর আগে সেখানে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে চারদিনের ম্যাচটি হচ্ছে না। পূর্ব নির্ধারিত সূচিতে থাকা চার দিনের প্রস্তুতি ম্যাচটির বিকল্প হিসেবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচব খেলছে বাংলাদেশ।
কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে ম্যাচটি আজ (১৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে। যেখানে শুরুতে ব্যাট করছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। স্কোরবোর্ডে ৩৮ রানে তুলতেই ২ ওপেনারকে হারায় বাংলাদেশ।
বিজ্ঞাপন
আপাতত বৃষ্টিতে বন্ধ আছে খেলা। তার আগে পর্যন্ত ১৪ ওভারে ২ উইকেটে ৬২ রান করেছে বাংলাদেশ। ১২ রানে মুমিনুল হক ও ১৫ রানে অপরাজিত আছেন শাহাদাত হোসেন দিপু।
এর আগে বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে নামেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। দুজনের উদ্বোধনী জুটি থামে ২৯ রানে। ১৯ বলে ৮ রান করে ফিরেছেন জয়।
সুবিধা করতে পারেননি আরেক ওপেনার জাকিরও। ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। দুজনই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ৩৮ রানে ২ উইকেট হারানোর পর দলকে টেনে তুলার চেষ্টা করছেন মুমিনুল ও দিপু।
এইচজেএস