গ্লোবাল সুপার লিগ
রংপুর রাইডার্সে সাকিবের না খেলা প্রসঙ্গে যা বললেন সোহান
গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে চলতি মাসেই দেশ ছাড়বে রংপুর রাইডার্স। পাঁচ দলীয় টুর্নামেন্টে বিপিএল থেকে প্রতিনিধিত্ব করবে নুরুল হাসান সোহানরা। সে উপলক্ষ্যে রংপুরের ক্রিকেটাররা মিরপুরে নিয়মিতই অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আজ (শনিবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সোহান ও টিম ডিরেক্টর শাহরিয়ার তানিম।
সবশেষ বিপিএলে রংপুরের জার্সিতে খেলেছিলেন সাকিব আল হাসান। যদিও আসন্ন সুপার লিগে তাকে পাচ্ছে না দলটি। আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টে তাকে মিস করার প্রসঙ্গে সোহান বলেন, ‘সাকিব ভাইয়ের মত খেলোয়াড় ক্রিকেটের অঙ্গনে কোনো টিম বলতে পারবে না যে তাকে মিস করবে না। অবশ্যই সে থাকলে ব্যাটিংয়ে, বোলিং কিংবা ফিল্ডিংয়ে টিম আলাদা বেনেফিট (সুবিধা) পেয়ে থাকে। দল অবশ্যই তাকে মিস করবে। তার টি-টেন খেলা আছে, আমি যতটুকু জানি।’
বিজ্ঞাপন
মূলত টি-টেন টুর্নামেন্টে অংশ নিতে সাকিব এখন দুবাইতে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা রংপুর রাইডার্সের কর্মকর্তা তানিম বলেন, ‘আপনারা যখন মিডিয়াতে দেখেছেন (রংপুরের হয়ে সাকিবের খেলার খবর), আমিও তখনই দেখেছি। এই টুর্নামেন্টের আরও আগেই নিশ্চিত হয়েছিল যে ও (সাকিব) টি-টেন খেলবে।’
আরও পড়ুন
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন টুর্নামেন্টটি চালু করছে। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির। এরপর দ্বিতীয় দিনেই (২৭ নভেম্বর) মাঠে নামবে রংপুর। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। হ্যাম্পশায়ার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল। রংপুর এবং ইংলিশ দলটি ছাড়া টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।
আসন্ন এই বৈশ্বিক প্রতিযোগিতায় রংপুরের অধিনায়ক হিসেবেই যাচ্ছেন নুরুল হাসান সোহান। পাশাপাশি শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনও দলে আছেন। রংপুরের ঘোষিত দলে আছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনও। এ ছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন ম্যাথু ফোর্ড, হারমিত সিং–সহ চারজন।
এসএইচ/এএইচএস