বর্ডার-গাভাস্কার ট্রফি
সদ্যজাত সন্তানের বাবা রোহিতকে নিয়ে শঙ্কা ভারতের
অনেক আগে থেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছুটি চেয়ে আসছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ফরম্যাটটিতে হোয়াইটওয়াশ হওয়ায় নড়েচড়ে বসে দেশটির টিম ম্যানেজমেন্ট। তবে যে কারণে রোহিত ছুটি চেয়েছিলেন, এরই মাঝে সেই সুসংবাদ পেয়েছেন। বাবা হয়েছেন দ্বিতীয় সন্তানের। যা আসন্ন টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় ফেলেছে ভারতকে।
আগামী ২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ টেস্টের বর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগে গতকাল (শুক্রবার) দ্বিতীয় সন্তানের জন্ম দেন রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহ। ভারতীয় অধিনায়ক সেটি সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেনও। এক ইনস্টাগ্রাম পোস্টে রোহিত একটি ছবি পোস্ট করেন, যেখানে লেখা– ‘পরিবার- যেখানে আমরা চারে পরিণত হয়েছি।’ ক্যাপশনে সন্তানের জন্মতারিখ (১৫.১১.২০২৪) লেখেন তিনি।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে দ্বিতীয় সন্তানের আগমন ঘটে রোহিত-রিতিকার সংসারে। আগে থেকেই তাদের রয়েছে এক কন্যাসন্তান। ছয় বছর হতে চলা সামাইরার পর এবার পুত্রসন্তানের পিতা হয়েছেন ভারতীয় দলপতি। এর আগে ২০১৫ সালে রোহিত-রিতিকা গাঁটছড়া বাঁধেন। এদিকে, দ্বিতীয় সন্তানের জন্মের পর জাতীয় দলের সতীর্থ সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, তিলক ভার্মারা তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
পারিবারিকভাবে ব্যস্ত রোহিতকে না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় ভারতীয় দল। পার্থ টেস্ট ছাড়াও তার দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা জানিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘হ্যাঁ, রোহিত শর্মা প্রথম টেস্টটি খেলতে পারবে না। সে পরিবারকে আরও বেশি সময় দিতে চায় এবং সদ্যজাত সন্তানের বাবা হওয়ার বিষয়টিকে ভারতীয় ক্রিকেট বোর্ড সম্মানের সঙ্গে দেখছে। ফলে সিদ্ধান্ত তার হাতে।’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে এই সিরিজে জয় অপরিহার্য ভারতের। কেবল তাই নয়, আছে কিছু সমীকরণও!
আরও পড়ুন
চলতি বছরে রোহিত শর্মা একের পর এক সুসংবাদ পাচ্ছেন। ভারতকে বহুল কাঙ্ক্ষিত শিরোপা এনে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার পেলেন দ্বিতীয় সন্তানের খবরটি। তবে ব্যক্তিগত পারফরম্যান্স তাকে ভাবাচ্ছে কিছুটা। এর ভেতর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হারানো ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাও রয়েছে। সবমিলিয়ে আবারও মাঠের ক্রিকেট দিয়ে হয়তো আনন্দের ষোলকলা পূর্ণ করতে চাইবেন রোহিত। তবে বর্ডার-গাভাসকর ট্রফির কোন টেস্ট থেকে তিনি খেলবেন সেটি এখনও জানা যায়নি।
সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ৬ ডিসেম্বর। এখনও নিশ্চয়তা না পেলেও এডিলেইডের সেই ম্যাচ দিয়ে রোহিতকে পাওয়ার আশা রয়েছে ভারতের। এরপর ১৪ ডিসেম্বর ব্রিসবেন, ২৬ ডিসেম্বর মেলবোর্ন এবং ৩ জানুয়ারি সিডনি টেস্ট দিয়ে এই ম্যারাথন সিরিজ শেষ হবে। এই সিরিজকে কেন্দ্র করে দুই দলের কথা চালাচালি চলছে অনেকদিন ধরে। সেই রোমাঞ্চ মাঠের লড়াইয়ে কতটুকু থাকে সেটাই এবার দেখার অপেক্ষা।
এএইচএস