পার্থ টেস্টে ভারতের একাদশ ঠিক করে দিলেন রবি শাস্ত্রী
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার বোর্ডার-গাভাস্কার সিরিজ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার পার্থ স্টেডিয়ামে। মর্যাদার পাশাপাশি দুই দলের এই টেস্ট সিরিজের ওপরে নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভাগ্যটাও। এখন থেকেই দুই দলের সাবেক আর বর্তমান ক্রিকেটাররা উত্তাপ ছড়াচ্ছেন এই সিরিজকে নিয়ে।
তবে এমন গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম ম্যাচে নিয়মিত ওপেনার রোহিত শর্মাকে পাচ্ছে না টিম ইন্ডিয়া। সে হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের একাদশ কেমন হতে পারে, তা নিয়ে চলছে বেশ আলোচনা। অবশ্য রোহিত-কোহলিদেরই সাবেক কোচ রবি শাস্ত্রী যেন কিছুটা এগিয়েই দিলেন দলকে। জানিয়েছেন পার্থ টেস্টের জন্য নিজের পছন্দের একাদশ।
বিজ্ঞাপন
ইনিংস ওপেনের ক্ষেত্রে রোহিতের বদলে শাস্ত্রী বলেছেন শুভমান গিলের কথা। তার মতে, পার্থের উইকেটে শুভমান গিল হতে পারে ওপেনিংয়ে সেরা বিকল্প। সে এর আগেও অস্ট্রেলিয়ায় ওপেন করেছেন। অন্যথায় আপনাকে একটি বিকল্প খুঁজতে হবে।’
উইকেটকিপার-ব্যাটার হিসেবে রিশভ পন্তের নামটাই আগে আসবে। শাস্ত্রী বলেন, ‘আমি মনে করি, সে (পন্ত) খুব সহজেই একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলতে পারে। যা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল তা হলো তার মেজাজ। চাপের মধ্যে অনেক খেলোয়াড়কে আপনি সংগ্রাম করতে দেখবেন। আপনি তাদের অস্থির হতে দেখবেন, কিন্ত এক্ষেত্রে সে আলাদা।’
তবে শাস্ত্রীর এই একাদশে তিনজন উইকেটরক্ষক একইসঙ্গে জায়গা পেয়েছেন। কেএল রাহুল এবং ঋশাভ পান্ত ছাড়াও ধ্রুব জুড়েলকে একাদশে দেখতে চান সাবেক এই খেলোয়াড়। নীতিশ রেড্ডিকেও রেখেছেন সেরা একাদশে।
আরও পড়ুন
বুমরাহ’র সঙ্গে পেস অ্যাটাকে শাস্ত্রীর পছন্দ মোহাম্মদ সিরাজ এবং আকাশ দীপকে। ‘আমি মনে করি, যে তিন জনকে সরাসরি বেছে নেবো তারা হলেন- আকাশ, সিরাজ এবং বুমরাহ।’ আর স্পিনের জন্য জাদজার পাশাপাশি ওয়াশিংটন সুন্দরকেও বিবেচনায় রেখেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে রবি শাস্ত্রীর একাদশ: শুভমান গিল, যশশ্বী জয়সওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, রিশাভ পান্ত, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা কিংবা ওয়াসিংটন সুন্দর, নীতেশ রেড্ডি, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ এবং মোহাম্মদ সিরাজ।
জেএ