একজন নারী ক্রিকেটারের সঙ্গে অসংগতিপূর্ণ আচরণের দায়ে গত ১৯ সেপ্টেম্বর দুলীপ সামারাবিরাকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ভিন্ন কারণে এবার আরো ১০ বছরের জন্য এই লঙ্কানকে নিষেধাজ্ঞা দিলো সিএ।

নতুন করে পাওয়া এই ১০ বছরের নিষেধাজ্ঞা তার আগের ২০ বছরের সঙ্গে বাড়তি যোগ হবে না, বরং এর মধ্যেই থাকবে।ক্রিকেট অস্ট্রেলিয়া, রাজ্য অ্যাসোসিয়েশনগুলো, বিগ ব্যাশ বা মেয়েদের বিগ ব্যাশ, কোথাও তিনি কোনো ধরনের কাজ করতে পারবেন না ২০৪৪ সাল পর্যন্ত। নিষেধাজ্ঞার মেয়াদ শেষের সময় তার বয়স হবে ৭২ বছর।

৫২ বছর বয়সী এই লঙ্কান কোচিং স্টাফে দায়িত্ব পালনের পর বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে তদন্তে প্রমাণ পেয়েছে সিএ। তার এবারের নিষেধাজ্ঞাটি এসেছে ক্রিকেট ভিক্টোরিয়ায় চাকরিরত অবস্থান প্রাইভেট কোচিংয়ের ঘটনায়।

সামারাবিরা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও এ বিষয়ে তদন্তে অংশ নিতে চাননি। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ বছরের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়।

এর আগে একজন নারী ক্রিকেটারের সঙ্গে অসংগতিপূর্ণ আচরণের দায়ে নিষেধাজ্ঞা পান তিনি। তখন ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স বিবৃতিতে বলেছিলেন, ৫২ বছর বয়সী এই কোচের আচরণ ‘চরম নিন্দনীয়’ এবং ‘আমাদের সব ধরনের অবস্থানের সঙ্গে পুরোপুরি বিশ্বাসঘাতকতা।’

এইচজেএস