নিলামে যাদের ওপর চোখ কলকাতার, তালিকায় আছেন এক বাংলাদেশি ক্রিকেটার
মেগা নিলামের আগে ৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। এই ছয় ক্রিকেটারকে নিয়মিতই একাদশে দেখা যাবে। প্রথম একাদশের জন্য বাকি পাঁচ জন ক্রিকেটারকে বেছে নিতে নিলামে বিশেষ নজড় দিতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
একাদশ ছাড়াও ব্যাকআপ হিসেবে স্কোয়াডে থাকবে আরো বেশ কয়েক জন ক্রিকেটার। তাই বিকল্প হিসেবেও বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে ভেড়াবে তারা। এখনও তাদের হাতে রয়েছে ৫১ কোটি টাকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
কলকাতা রেখে দিয়েছে সুনিল নারিন, আন্দ্রে রাসেল, রিংকু সিং, রামানদীপ সিংহ, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীকে। নারিন মূলত স্পিনার হলেও দলটির হয়ে ব্যাট হাতেও ইনিংস ওপেন করেন। রাসেলও অলরাউন্ডার। রিংকু এবং রামানদীপ মিডল বা লোয়ার মিডল অর্ডারে খেলতে পারেন। রানা পেসার হিসেবে আছেন। আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন বরুণ।
ওপেনিংয়ে নারিনের সঙ্গী হিসেবে সল্টকে নিতে পারে কলকাতা। গত বছর কলকাতার হয়ে ১২ ম্যাচে ৪৩৫ রান করেছিলেন তিনি। সেই সঙ্গে উইকেটরক্ষকের দায়িত্বও পালন করেছেন তিনি। যদি সল্টকে না পাওয়া যায়, সেক্ষেত্রে গুরবাজেকে চাইতে পারে তারা। তাছাড়া ভারতীয় কাউকে নিতে চাইলে ঈশান কিশানের ওপর নজর থাকবে। এই তালিকায় আছেন ঋষব পান্তও।
কেকেআরের প্রয়োজন এক জন অভিজ্ঞ পেসার। গত মৌসুমে এই দায়িত্ব সামলেছিলেন মিচেল স্টার্ক। এবার সেই জায়গায় তাদের নজর থাকবে জেরাল্ড কোয়েটজে, গাস অ্যাটকিনসন, তাসকিন আহমেদের মতো পেসারদের ওপর। তাছাড়া ভারতীয় মোহাম্মদ শামি, উমেশ যাদব অথবা মোহাম্মদ সিরাজও থাকতে পারেন বিকল্প তালিকায়।
কলকাতায় স্পিনার হিসাবে নারিন এবং বরুণ আছেন। আরেক জন স্পিনারকে নিতে পারে কেকেআর। বিদেশি স্পিনার হিসেবে আল্লাহ গাজানফারকে নিতে পারে তারা। ভারতীয় কাউকে নিলে আবার সুয়াশ শর্মাকে ফেরাতে পারে কেকেআর। অভিজ্ঞ কাউকে নিতে চাইলে ভারতীয়দের মধ্যে রয়েছেন যুজবেন্দ্র চহাল, রবিচন্দ্রন অশ্বিনও।
এইচজেএস