এক বছর পর মাঠে ফিরছেন শামি
ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামি। মূলত গোড়ালিতে অস্ত্রোপচারের পর চোট পুনর্বাসন করে ফিরতে ফিরতেও তার ফেরা হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ টেস্টের বর্ডার-গাভাস্কার ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার গুঞ্জন থাকলেও, শামিকে ছাড়াই স্কোয়াড দেয় ভারত। অবশেষে প্রায় এক বছর পর ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে তিনি মাঠে নামছেন।
আগামীকাল (বুধবার) থেকে শুরু হবে রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ড। এদিনই বেঙ্গল দলের হয়ে মাঠে নামবেন শামি। ইন্দোরে বাংলার এই ম্যাচের প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) তিনি দীর্ঘদিন পুনর্বাসনে (রিহ্যাব) ছিলেন। তাদের ছাড়পত্র পেয়েই খেলার জন্য প্রস্তুত শামি। সব ঠিকঠাক থাকলে ৩৫৯ দিন পর তিনি আবারও বল হাতে ২২ গজে গতির ঝড় তুলবেন।
বিজ্ঞাপন
— (@MdShami11) November 12, 2024
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রঞ্জির এই ম্যাচে শামি সহজাত ছন্দ দেখাতে পারলে বর্ডার-গাভাসকর ট্রফিতেও ডেকে নেওয়া হতে পারে এই তারকা পেসারকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রথম শ্রেণির ম্যাচে নিজের ফিটনেস প্রমাণ করার জন্য শামির সামনে এটাই শেষ সুযোগ। গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত জাতীয় দলে সবমিলিয়ে ৫০টি ম্যাচে মিস করেছেন তিনি। যদিও এটি ঠিক যে ওয়ার্কলোড বিবেচনায় সব ম্যাচে ফিট থাকলেও শামিকে খেলাতো না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন
এর আগে বেশ কিছুদিন ধরেই শামি ফিরতে পারেন বলে শোনা যাচ্ছিল। রঞ্জি ট্রফিতে শুরু থেকেই খেলবেন বলেও জানা যায় প্রথমে। কিন্তু এনসিএ ফিট হওয়ার বিষয়ে ছাড়পত্র না দেওয়ায় তখন খেলতে পারেননি। শামির নতুন করে চোট লেগেছিল বলেই শোনা গিয়েছিল। যদিও তিনি নিজেই সেই গুঞ্জন উড়িয়ে দেন। ছাড়পত্র না পাওয়ায় মূলত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া সিরিজের দলেও নেই তিনি। যদিও এখনও সেই সুযোগ শেষ হয়ে যায়নি।
পার্থে ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর টেস্ট সিরিজ। যার জন্য ভারতীয় দলের পেস বিভাগে অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের সঙ্গে রয়েছেন আকাশ দ্বীপ, প্রসিধ কৃষ্ণা ও হার্শিত রানা। এ ছাড়া মুকেশ কুমার, নভদ্বীপ সাইনি ও খলিল আহমেদরা আছেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে। এর আগে শামি ২০১৮-১৯ বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের জয়ের সিরিজে দারুণ ভূমিকা রেখেছিলেন। নিশ্চিতভাবেই তাকে সেখানে ভারত মিস করবে বলে মন্তব্য করেছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং।
এএইচএস