সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ২৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৩ রান। বাকি ২৭ ওভার থেকে জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ১৪৫ রান।

সবশেষ বিপিএলে গতির ঝড় তুলে নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন নাহিদ রানা। এরপর সাদা পোশাকে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। এবার সাদা বলেও বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন তিনি। আজ অভিষেকেই ১৫০ কিমি গতি তুলেছেন এই ডানহাতি পেসার।

নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন রানা। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই নিজের সক্ষমতার জানান দেন তিনি। আফগান শিবিরে আজ বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন অভিষিক্ত এই পেসার। ইনিংসের ৮ম ওভারে তার দুর্দান্ত এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড হয়েছেন সেদিকুল্লাহ অটল। ১৪ রান করে এই ওপেনার ফেরায় ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি রহমত শাহ। ১৪তম ওভারে শেষ বলটি খাটো লেংথে করেছিলেন মুস্তাফিজ। সেখানে পুল করতে গিয়ে ব্যাটের ঠিক জায়গায় লাগাতে পারেননি রহমত। ডাইভ দিয়ে ফিরতি ক্যাচ নেন মুস্তাফিজ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ৮ রান।

এরপর অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকেও নিজের শিকার বানিয়েছেন মুস্তাফিজ। ইনিংসের ২১তম ওভারের প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়েছেন আফগান অধিনায়ক। ডান দিকে ডাইভ দিয়ে দারুণ ক্যাচটি নিয়েছেন সৌম্য। ২১ বল খেলে ৬ রানের বেশি করতে পারেননি তিনি।

এর আগে শারজাহতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাছাড়া ফিফটি পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।

এইচজেএস