গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতির ঝড় তুলে নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন নাহিদ রানা। এরপর সাদা পোশাকে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। এবার সাদা বলেও বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন। ওয়ানডে অভিষেকেই ১৫০ কিমি গতি তুললেন এই ডানহাতি পেসার।

নতুন বলে দুর্দান্ত বোলিং করছেন রানা। ইনিংসে দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই নিজের সক্ষমতার জানান দেন তিনি। আফগান শিবিরে আজ প্রথম আঘাত হানেন রানা। ইনিংসের ৮ম ওভারে তার দুর্দান্ত এক ইনসুইং ডেলিভারীতে বোল্ড হয়েছে সেদিকুল্লাহ অটল। ১৪ রান করে এই ওপেনার ফেরায় ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।

১৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৬০ রান। জয়ের জন্য তাদের আরো প্রয়োজন ১৮৫ রান।

এর আগে শারজাহতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাছাড়া ফিফটি পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।

এইচজেএস