গত আগস্টে রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) বড় পরিবর্তন এসেছে। বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের পর চারটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। যদিও এখনো বিসিবি নতুন করে স্ট্যান্ডিং কমিটির তালিকা প্রকাশ করেনি।

তবে চলতি সপ্তাহের মধ্যেই স্ট্যান্ডিং কমিটি কেমন হবে, কে কোন বিভাগের দায়িত্বে থাকবেন তা জানিয়ে দেওয়া হবে। ঢাকা পোস্টকে আজ (রোববার) এ খবর জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, 'এতদিন অপেক্ষা করেছি, এখন আর অপেক্ষা করব না। এখন যে কয়জন পরিচালক আছেন তাদের সবাইকে ৩-৪ টা করে বিভাগের দায়িত্ব নিতে হবে। খুব দ্রুতই হবে, এ সপ্তাহেই দেখা যাবে সবকিছু।'

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পরে বিসিবি পরিচালকদের মধ্যে একে একে পদত্যাগ করেছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, নাঈমুর রহমান দুর্জয়ের মতো প্রভাবশালী পরিচালকরা। এই তালিকায় যুক্ত আছে খালেদ মাহমুদ সুজনের নামটিও। সাবেক ক্রিকেটার এনায়েত হোসেন সিরাজও পদত্যাগ করেছেন। 

তার আগে জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হয়ে বিসিবির পরিচালক হয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। বাকিদের জায়গায় নতুন করে এখনও কেউ পরিচালক হননি। এর আগে বিসিবির পরিচালক সংখ্যা ছিল ২৫ জন। বরিশাল বিভাগের পরিচালক আলমগীর আলো মৃত্যুবরণ করেছেন কয়েক মাস আগেই। একজন পরিচালক কম নিয়েই বিসিবি কার্যক্রম পরিচালনা করে আসছে এতদিন।

৫ আগস্ট -পরিবর্তনের পর তিনজন পদত্যাগ করায় পরিচালক সংখ্যা নেমে গিয়েছিল ২১ জনে। ২১ আগস্ট ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার পর ইতোমধ্যে চারটি (দুটি জরুরি) বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটিতেও অংশগ্রহণ করেননি এমন পরিচালকের সংখ্যা ছিল ১১। তারা হলেন– নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ টিটো, মঞ্জুর কাদের, নজীব আহমেদ, আ জ ম নাসির, শফিউল ইসলাম চৌধুরি নাদেল, গাজী গোলাম মোর্তজা, ওবায়েদ নিজাম, শেখ সোহেল ও আনোয়ারুল করিম চৌধুরি।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী টানা তিন সভা অনুপস্থিত থাকলে উক্ত পরিচালকের পদশূন্য ঘোষণায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার এখতিয়ার পরিচালনা পর্ষদের রয়েছে। পরে গেল মাসের ৩০ অক্টোবরের সভায় ১১ জনের পরিচালক পদ শূন্য হিসেবে ঘোষণা এসেছিল।

বর্তমানে আগের বোর্ড পরিচালকদের মধ্যে সক্রিয় আছেন মাহবুব আনাম, আকরাম খান, ফাহিম সিনহা, কাজী ইনাম আহমেদ, শফিউল আলম স্বপন, সালাউদ্দিন আহমেদ, ইফতেখার রহমান ও মঞ্জুর আলম। নতুন করে যুক্ত হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম, ফারুক আহমেদ। 

এসএইচ/এইচজেএস