আসন্ন মেগা নিলামের আগে গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই আসন্ন আসরে আবার নতুন কোনো দলে দেখা যেতে পারে তাকে। পুরোনো দল তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আগে আলোচনা করেছিল বলে জানিয়েছেন তিনি।

২০২১ সালে বেঙ্গালুরুতে যোগ দিয়েছিলেন ম্যাক্সওয়েল। বেঙ্গালুরুর হয়ে ৫২টি ম্যাচ খেলে তিনি করেছেন ১২৬৬ রান। ফ্যাঞ্চাইজিটির হয়ে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট এই অজি অলরাউন্ডার।

আরসিবি তাকে না রাখা নিয়ে ম্যাক্সওয়েল বলেছেন, 'আমাকে মো বোবাট এবং অ্যান্ডি ফ্লাওয়ার ফোন করেছিল। তাদের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। তারা জানিয়েছে, আমাকে রাখা হচ্ছে না। প্রায় দেড় ঘণ্টা আলোচনা হয়েছিল। নিজেদের পরিকল্পনার কথা বলেছিল আমাকে। কীভাবে নতুন দল তৈরি করতে চাইছেন, তাও ব্যাখ্যা করেছিলেন তারা। তাদের সঙ্গে কথা বলে খুশি হয়েছিলাম।'

আরসিবি কর্তৃপক্ষের পেশাদারিত্ব এবং স্বচ্ছতার প্রশংসা করেছেন ম্যাক্সওয়েল। তিনি বলেছেন, 'সব দল এমন আচরণ করলে সম্পর্কগুলো অনেক মসৃণ হত। তবে কারা কীভাবে বিষয়গুলো সামলায়, তা নিয়ে বেশি কিছু বলতে চাই না।'

আরসিবির জার্সিতে আবারও তাকে দেখা যাবে কি না তা নিয়ে ম্যাক্সওয়েল বলেছেন, 'এমন কিছু বলা কঠিন। আরসিবির হয়ে আর খেলব না, এখনই এটা বলা সম্ভব নয়। বেঙ্গালুরুতে ফিরতে পারলে ভালোই লাগবে। দারুণ একটা দল। খুব ভালো আবহ। বেঙ্গালুরুতে থাকা সময়টা উপভোগ করেছি।'

এইচজেএস