মোমেন্টামের জন্য অপেক্ষা করছিলাম : শান্ত
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন নিজের ওপরে থাকা অসন্তুষ্টির কথা। ক্রিজে আরও কিছুটা থাকা উচিত ছিল তার– এমনটাই মনে করেন টাইগার অধিনায়ক। যদিও এর বাইরে বাকি দলের পারফরম্যান্স নিয়ে ছিল সন্তুষ্টির ছাপ। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনেও শান্ত ছিলেন অনেকটাই নির্ভার।
আফগানিস্তানের বিপক্ষে ৬৮ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘বেশ কিছু জায়গায় চিন্তা করতে হবে। আজকে যেভাবে সবাই কাজে লাগিয়েছে প্ল্যান, তবে আমি মনে করি আমরা এর থেকেও ভালো দল। স্বস্তির জায়গা অবশ্যই, সিরিজ শেষ হয়নি। পরের ম্যাচে আবার কীভাবে প্ল্যান করে আসতে পারি এটা জরুরি ব্যাপার।’
বিজ্ঞাপন
টানা হারের বৃত্ত ভাঙলো এই জয়ের মধ্যে দিয়ে। কঠিন সময়ে এমন জয়ে খুশি শান্ত, ‘আমার মনে হয় খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। ক্রিকেট খেলাটা মোমেন্টামের ব্যাপার। মোমেন্টামের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা বলব না, কষ্ট করছিলাম আসলে যেন আমরা মোমেন্টামটা পাই। আলহামদুলিল্লাহ আগের দিন আমরা যেরকম প্ল্যানটা করেছি সবাই সেটা মাঠে কাজে লাগিয়েছে। ১০০% দেওয়ার চেষ্টা করেছে। এখানে আরও উন্নতির জায়গা আছে। যে প্ল্যান ছিল তার খুব কাছাকাছি সফল হতে পেরেছি।’
ভারতের মাঠে টি-টোয়েন্টি এবং টেস্ট হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে সিরিজ হার। সময় পক্ষে ছিল না টাইগারদের। খারাপ সময় নিয়ে শান্ত বলেন, ‘কঠিন ছিল আসলে গত কয়েক ম্যাচে আমরা যেভাবে খেলছিলাম সব মিলে খুব একটা ভালো অবস্থানে ছিলাম না। যেভাবে আজকে সবাই কামব্যাক করেছে। বিশ্বাস রেখেছে যে আমরা ভালো করতে পারি। সবাই সবার প্রসেস ঠিক রেখেছে।’
‘কঠিন ছিল তবে সবার বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা ভালো ভাবে শেষ করতে পারি। সবচেয়ে ভালো লেগেছে আগের দিন যে প্ল্যানটা করেছি সবাই সেখানে ছিল। খুবই খুশি যে সবাই প্রসেসটা ফলো করেছে।’– যোগ করেন শান্ত।
আরও পড়ুন
টস জিতলেই ম্যাচ জেতা প্রশ্নে শান্ত বলেন, ‘না এটা (টস) নিয়ে আমার মনে হয় খুব বেশি চিন্তা করা উচিত না। কারণ এটা হাতে নেই। আমরা যেরকম দল, সেরকম ভালো করছি না হয়ত তবে আমাদের যেরকম সামর্থ্য রয়েছে। আসলে টসটা খুব বেশি ম্যাটার করবে বলে মনে হয় না। আমাদের বোলিং বিভাগ আছে, আমরা যদি তাদের কম রানে আটকে দেই তাহলে চেইজ করার সেই সামর্থ্য রয়েছে। শুধু সেই আত্মবিশ্বাসটা দরকার, নিজেদের মধ্যে বিশ্বাসটা দরকার যে যেকোনো অবস্থা থেকে আমরা জিতব।’
এসএইচ/জেএ