নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ঐতিহাসিক ধবলধোলাই হয়েছিল ভারত। এর মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণ কঠিন করে তোলা রোহিত শর্মার দলটি তোপের মুখে রয়েছে। বিশেষত অস্ট্রেলিয়ার মাটিতে তাদের আরও বড় চ্যালেঞ্জ আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফি। যাকে সামনে রেখে ভারত তোড়জোড় শুরু করেছে। এমনকি সিরিজের শুরুর দিকে ছুটি নিলেও সেটি বাতিল হয়ে যেতে পারে রোহিতের!

কয়েকদিন আগেই ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, স্ত্রী রিতিকা সাজদেহ এবং রোহিত দ্বিতীয় সন্তানের অপেক্ষায়। যে কারণে অস্ট্রেলিয়া সিরিজের শুরুতে তিনি ছুটি চেয়েছেন। ফলে পার্থে হতে যাওয়া প্রথম টেস্টে নেতৃত্ব দেওয়ার কথা ছিল পেসার জাসপ্রিত বুমরাহ’র। তবে রোহিত শুরু থেকেই দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাচ্ছেন বলেই নতুন খবর। এর মানে সিরিজের শুরুর ছুটিটা পাচ্ছেন না ভারত অধিনায়ক।

পাঁচ টেস্ট সিরিজের প্রথমটিতে ভারত ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। সেই টেস্টে রোহিতের খেলা নিয়ে নিশ্চয়তা না থাকলেও, তার দলের সঙ্গে যাওয়া অনেকটা নিশ্চিত বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। তাদের বরাতে আরও কয়েকটি সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রোতির দলের সঙ্গেই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন, তবে তার প্রথম টেস্ট খেলার সিদ্ধান্তটি তার একান্তই ব্যক্তিগত।

সংবাদমাধ্যমটিকে একটি সূত্র জানান, ‘তিনি দলের সঙ্গেই যাচ্ছেন, তবে তার প্রথম টেস্টে খেলা এখনও নিশ্চিত নয়। পরবর্তীতে কী ঘটবে দেখা যাক। ম্যাচটিতে তাকে পাওয়া নিয়ে তার ব্যক্তিগত বিষয় জড়িয়ে রয়েছে।’ তার মানে দলের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চড়লেও, প্রয়োজনে হয়তো দেশে ফেরার পথ খোলা রাখবেন রোহিত। সে কারণে প্রথম টেস্টে না–ও খেলতে পারেন ওয়ানডে এবং টেস্টে ভারতের নিয়মিত অধিনায়ক।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে রোহিত প্রথম টেস্টে থাকতে পারবেন না উল্লেখ করে বলেছিলেন, ‘এখনও পর্যন্ত আমি নিশ্চিত নই যেতে পারব কি না। দেখা যাক কী হয়।’ অতীতে বিরাট কোহলিকেও দেখা গিয়েছিল দ্বিতীয় সন্তান জন্মের সময় অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে। তিন বছর আগে অস্ট্রেলিয়া সফরের সময় প্রথম টেস্ট খেলার পর ফিরে এসেছিলেন কোহলি। বাকি তিনটি টেস্টে তিনি খেলেননি। অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারত অবশ্য সেই সিরিজ জিতেছিল।

এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অপ্রত্যাশিত হোয়াইটওয়াশ ভারতীয় ক্রিকেট দলকে বেশ ভালোরকম নাড়িয়ে দিয়েছে। সেটা স্পষ্ট দেশটির ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের মনোভাবেও। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, কিউই সিরিজে ভরাডুবির ময়নাতদন্তে নেমেছে বোর্ড। সম্প্রতি কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মাকে তলব করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর, বোর্ড সচিব জয় শাহ ও প্রেসিডেন্ট রজার বিন্নি। তাদের সঙ্গে ছয় ঘণ্টার ম্যারাথন বৈঠক হওয়ার কথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।

প্রসঙ্গত, ভারতের এমন বিপর্যয়ে শঙ্কা দেখা দিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়েও। এরই মধ্যে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছেন রোহিতরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে কেবল সিরিজ জিতলেই হবে না, ৪-০ ব্যবধানে বর্ডার-গাভাস্কার ট্রফি শেষ করতে হবে। ৩-১ কিংবা ৩-২ ব্যবধানে জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে।

এএইচএস