পাকিস্তানের মাটিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট মানেই যেন অবধারিত প্রশ্ন, ভারত খেলতে যাবে কি না? সর্বশেষ এশিয়া কাপেও নানা নাটকীয়তার পর শেষ মুহূর্তে হাইব্রিড মডেলে ভারতের ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে। সব ঠিক থাকলে আগামী বছর পাকিস্তানে আয়োজিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

আইসিসির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটির এখনো সূচি ঘোষণা করা হয়নি। তবে সময় যত ঘনিয়ে আসছে ‘ভারতীয় বাংলা সিরিয়ালের’ মতো চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যকার নাটক তত জমে উঠছে।

ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের খবর সত্যি হলে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ‘হাইব্রিড’ মডেলেই হচ্ছে। ওদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে ভিন্ন কথা। হাইব্রিড মডেলের খবর উড়িয়ে দিয়ে তারা বলছে, খেলা হবে পাকিস্তানেই।

আসন্ন টুর্নামেন্টটির আয়োজক দেশ পাকিস্তান হওয়ায় দেশটিতে খেলতে যেতে আপত্তি তুলেছে ভারত। রাজনৈতিক কারণে বেশ দীর্ঘ সময় ধরে দেশটিতে সফরে যাচ্ছে না ভারত ক্রিকেট টিম। এবারও নিরাপত্তার কারণে দেখিয়ে ভারতের ম্যাচ পাকিস্তানের পরিবর্তে দুবাইতে আয়োজনের দাবি জানিয়েছে বিসিসিআই। পাকিস্তানে খেলতে না যাওয়ার বিষয়ে বিসিসিআই নিজেদের সিদ্ধান্তে এখনো অনড় রয়েছে বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। 

দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে জানায়, পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরপেক্ষ ভেনুতে খেলতে চায় ভারত। সেক্ষেত্রে দুবাই হতে পারে সবচেয়ে ভালো সমাধান। একই তথ্য জানিয়েছে ভারতের আরেক গণমাধ্যম ইনডিয়ান এক্সপ্রেস। সংবাদমাধ্যমটি জানায়, বিসিসিআই তাদের ম্যাচগুলো দুবাইতে স্থানান্তর করার জন্য পাকিস্তানকে লিখিত চিঠি দেবে।

তবে ভারতের এমন স্বেচ্ছাচারি দাবি নিয়ে রীতিমতো ক্ষেপেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। ভারতের উদ্দেশে তিনি গণমাধ্যমকে বলেন, আমরা চাই ক্রিকেটে রাজনীতির মিশ্রণ না ঘটুক। তবে গত দুই মাস ধরে বিভিন্ন গণমাধ্যমের বরাত জানতে পেরেছি ভারত এবার পাকিস্তানে আসার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান গত কয়েক বছর ধরে তাদের সাথে ভালো আচরণ করেছে। তবে তারা সবসময় ভালো আচরণ পাবে এ প্রত্যাশাও অমূলক।

ভারতের এমন সিদ্ধান্তের গুঞ্জন থাকলেও পাকিস্তান সরকার এখনো এ বিষয়ে কোন চিঠি পায়নি বলেও জানান তিনি। পিসিবি চেয়ারম্যান বলেন, ভারতের যদি নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা থাকে, তবে তাদের লিখিত আকারে জানাতে হবে। পরবর্তীতে পাকিস্তান সরকার যে সিদ্ধান্ত নেন, আমরা তা মেনে নেবো।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ পর্যন্ত। আট দলের অংশগ্রহণে এসব ম্যাচ পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে পাকিস্তানে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলছে না ভারত। এমনকি গত বছর পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলার বিষয়ে আপত্তি জানায় বিসিসিআই। অনিশ্চয়তায় থাকা এশিয়া কাপ পরবর্তীতে শ্রীলঙ্কায় আায়োজন করা হয়।

এফআই