আফগানিস্তানের কাছে প্রথম ওয়ানডেতে হারের ম্যাচেই চোটে পড়েছিলেন মুশফিকুর রহিম। এরপরই গুঞ্জন ছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাও দেখা যেতে পারে এই উইকেটকিপার ব্যাটারকে।শেষ পর্যন্ত গতকালই নিশ্চিত হয়ে গেছে, কেবল পরের ওয়ানডে না। পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন মুশফিক। 

অভিজ্ঞ ক্রিকেটারের ছিটকে যাওয়া নিয়ে দ্বিতীয় ওয়ানডের আগে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। আজ শুক্রবার দুবাইতে গণমাধ্যমে মিরাজ বলেন, 'মুশফিক ভাইয়ের বিষয়টা দুঃখজনক ব্যাপার। ইনজুরি হয়েছে, মুশফিক ভাই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। কারণ সে যেভাবে ক্রিকেট খেলে, সার্ভিস দিয়ে গেছে অসাধারণ ছিল।'

প্রথম ম্যাচে হার নিয়ে মিরাজ বললেন, 'আপনি দেখেন, আফগানিস্তানের সাথে এর আগে তো আমরা অনেক জিতেছি। ওয়ানডেতেও তো জিতেছি প্রথম ম্যাচে, বিশ্বকাপে। তারপর দেশের মাটিতে টি-টোয়েন্টি জিতেছি, এর আগে আমরা সিরিজ জিতেছি বাংলাদেশের মাটিতে। ব্যাপারটা এমন না যে আমরা ওদের সাথে একটা ম্যাচ হেরেছি আর আমাদের সব চলে গেছে। এরকম কোন কিছু না। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দলই ভালো মানের। আপনি কখনই কোন দলকে ছোট বলতে পারবেন না। সুতরাং আমরা যেটা চেষ্টা করছি একটা ম্যাচ আমাদের খারাপ হয়েছে, আমরা হয়ত যেভাবে আশা করেছিলাম উইকেটটা আমাদের সঙ্গে আচরণ করেনি। বলছি এটাই আমরা যারা ব্যাটার ছিলাম, সেট ব্যাটার ছিলাম তাদের দায়িত্বটা নেয়া উচিত ছিল। আমি আর শান্ত, সেটা সবসময় আমি বলেছি।'

এখনো সুযোগ দেখছেন মিরাজ, 'দেখুন, যেহেতু আমাদের সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনও দুইটা ম্যাচ আছে। সুতরাং আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে পরবর্তী ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি। যেহেতু আমরা একটা ম্যাচ খেলেছি এখানে, অনেক বছর পর ওয়ানডে খেলেছি। ৭-৮ মাস পর খেলেছি সবার মাঝে ওই জিনিসটাও একটু কাজ করছিল অনেকদিন পর আমরা ওয়ানডেতে খেলছে। আমরা প্রস্তুতিটা ওইভাবে নিচ্ছি, আশা করি যেহেতু অনেকদিন পর এই মাঠে খেলছি। ভালো মোমেন্টাম কিভাবে পেতে সেটার প্রস্তুতি নিচ্ছি।'

এসএইচ/এফআই