যে কারণে অস্ট্রেলিয়ায় ভারতের ‘ভরাডুবি’ দেখছেন পন্টিং
নিজেদের ইতিহাসে প্রথমবার ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়েও রোহিত শর্মার দল অনিশ্চয়তায় পড়েছে। এরপর আরও বড় চ্যালেঞ্জের মুখে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে তারা পাঁচ টেস্টের সিরিজ খেলবে চলতি মাসে। আসন্ন সিরিজেও রোহিত-কোহলিদের ভরাডুবি হবে বলে মনে করেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং।
কেন ভারত বর্ডার-গাভাস্কার ট্রফিতে বড় ব্যবধানে হারবে সেই কারণও ব্যাখ্যা দিয়েছেন এই অজি কিংবদন্তি। আর সেটি হচ্ছে ভারতের স্কোয়াডে মোহাম্মদ শামির অনুপস্থিতি। গোড়ালির চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরলেও তাকে পুরো ফিট মনে করছে না বিসিসিআই। সে কারণেই তাকে অস্ট্রেলিয়া সফরে রাখা হয়নি। আর সেখানেই ভারতের দুর্বলতা দেখছেন পন্টিং।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে যাওয়ার আগে রোহিত শর্মাদের আত্মবিশ্বাসে ধাক্কা লেগেছে কিউইদের কাছে ধবলধোলাই হওয়ায়। ভারত যে ধরনের ক্রিকেট খেলছে, তা দেখে পন্টিং বলেন, ‘পাঁচ টেস্টের মধ্যে ভারত একটা জিততেই পারে। তবে আমার মনে হয়, অস্ট্রেলিয়া এখন অনেকটাই দল গুছিয়ে নিয়েছে। বেড়েছে অভিজ্ঞতাও। তাই ঘরের মাঠে ওদের হারানো কঠিন হবে। মনে হয় অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জিতবে।’
ভারতীয় ব্যাটারদের নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক চিন্তিত বোলিং নিয়ে, ‘শামি না থাকায় ভারতের বোলিং আক্রমণে একটা বড় ফাঁক তৈরি হয়েছে। আগস্ট থেকে শামি ফিরবে কি ফিরবে না তা নিয়ে জল্পনা চলছে। আমার মনে হয় টেস্টে ২০ উইকেট নেওয়াটা ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। তবে এখানে ব্যাটিং ভাল করবে ভারত। ওদের ওপরের দিকের ব্যাটাররা যথেষ্ট পারদর্শী। কিন্তু সমস্যা হবে বোলিংয়ে।’
আরও পড়ুন
আসন্ন সিরিজের জন্য ভারতের ঘোষিত স্কোয়াডে জাসপ্রীত বুমরাহ’র সঙ্গে পেস আক্রমণ সামলানোর রয়েছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ এবং অনিভিষিক্ত হার্ষিত রানা। তবে পছন্দের তালিকায় প্রথম তিন পেসার বুমরাহ, সিরাজ এবং আকাশ–ই থাকবেন। অস্ট্রেলিয়ার মতো পেস ট্র্যাকে তারা শামির অভাব কতটা পূরণ করতে পারেন সেটাই এখন দেখার বিষয়!
২২ নভেম্বর থেকে পার্থে শুরু হবে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। এরপর ৬-১০ ডিসেম্বর অ্যাডিলেড ওভাল, ১৪-১৮ ডিসেম্বর ব্রিসবেনের দ্য গাব্বায়, ২৬-৩০ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট এবং ৩-৭ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত-অস্ট্রেলিয়ার শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
এএইচএস