দ্বিতীয় ওয়ানডে শুরুর আগেই পাকিস্তান সিরিজের জন্য নতুন অধিনায়ক পেল অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জশ ইংলিস। শুধু তাই না, ওয়ানডের তৃতীয় ম্যাচেও অধিনায়ক থাকছেন এই উইকেটরক্ষক ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মিচেল মার্শকে বিশ্রাম দেওয়া হয়েছে। থাকবেন না ট্রাভিস হেডও।

এছাড়া জশ ইংলিশের নেতৃত্বাধীন তৃতীয় ওয়ানডেতে থাকছেন না প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক এবং মারনাস লাবুশেন। তাদের সবাইকেই বিশ্রাম দেওয়া হচ্ছে। মূলত ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া বোর্ডার গাভাস্কার ট্রফির প্রস্তুতি নেবেন তারা। শেষ ওয়ানডের জন্য জাভিয়ের বার্টলেট, স্পেনসার জনসন, জশ ফিলিপেকে দলে আনা হয়েছে।

প্রথম ওয়ানডেতে হ্যাজলউডের বিকল্প হিসেবে স্কোয়াডে আসা পেসার ল্যান্স মরিসও পার্থে শেষ ওয়ানডের দলে থাকছেন। যার অর্থ, জশ হ্যাজেলউডকে কেবল অ্যাডিলেডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই দেখা যাবে। 

২৯ বছর বয়সী ইংলিস অস্ট্রেলিয়ার ১৪তম টি-টোয়েন্টি ও ৩০তম ওয়ানডে অধিনায়ক। এর আগে নিয়মিত অধিনায়ক মার্শের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দেন হেড। তবে পিতৃত্বকালীন ছুটির জন্য এই সিরিজে থাকছেন না হেডও। অবশ্য ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজের একেবারে শুরু থেকেই দলের সঙ্গে থাকবেন ট্রাভিস হেড। 

জাতীয় দলের হয়ে এই সিরিজ দিয়েই অধিনায়কত্বের স্বাদ পেতে যাচ্ছেন ইংলিশ। এর আগে কখনো বিগ ব্যাশেও অধিনায়ক ছিলেন না তিনি। সেই হিসেবে বলতে গেলে বিষ্ময়েরই জন্ম দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। দলে থাকা ম্যাট শর্ট, গ্লেন ম্যাক্সওয়েলকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট তাকেই বিশ্বাস করেছে এই দায়িত্বের জন্যে। এর আগে ২০২২ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাইম মিনিস্টার একাদশের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল ইংলিসকে।

জর্জ বেইলি এই প্রসঙ্গে বলেছেন, ‘জশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ অংশ, মাঠে অনেক সম্মানিত। এর আগে অস্ট্রেলিয়া এ দলকে নেতৃত্ব দিয়েছে, এই ভূমিকায় সে কৌশলগত সামর্থ্য ও ইতিবাচকভাবে দায়িত্ব পালন করবে।’

মেলবোর্নে প্রথম ওয়ানডের পর ৮ নভেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় এবং ১০ নভেম্বর পার্থে ৩য় ওয়ানডে খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এরপর ১৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

জেএ