তরুণ ওপেনারদের আক্রমণাত্মক হতে বললেন কামিন্স
ভারত বিশ্বকাপ থেকে ওয়ানডেতে প্রথম পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার চেয়ে দ্রুত গতিতে রান তুলতে পারেনি আর কেউ। ওপেনারদের এমন আক্রমণাত্মক ব্যাটিং দলকে শক্ত ভিত গড়ে দেয়। শুরুর এমন ব্যাটিং পাকিস্তান সিরিজেও দেখতে চান প্যাট কামিন্স।
আগামীকাল থেকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচের জন্য আজ একাদশ ঘোষণা করেছে অজিরা। একাদশ ঘোষণার পর কামিন্স জানালেন, এই সিরিজেও ওপেনারদের থেকে আক্রমণাত্মক ব্যাটিং চায় টিম ম্যানেজমেন্ট।
বিজ্ঞাপন
অধিনায়ক বলেন, '(আগ্রাসী ব্যাটিং) চালিয়ে যাও। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে দুইজনকেই বোলিং করা বেশ ভয়ঙ্কর কাজ…তাদের কাছে আমার চাওয়া, এই সুযোগকে যেন ভালোভাবে কাজে লাগায় তারা।'
ভারত বিশ্বকাপে আগ্রাসী ব্যাটিংয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। সেই আসর থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে প্রথম ১০ ওভারে অস্ট্রেলিয়ার ১১৪.৫ স্ট্রাইক রেটের চেয়ে বেশি গতিতে রান তুলতে পারেনি আর কোনো দল।
প্রথম ওয়ানডের অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু শর্ট, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, স্টিভেন স্মিথ, জশ ইংলিস (কিপার), মার্নাস লাবুশেন, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা।
এইচজেএস