দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে খুব একটা বিশ্রামের সুযোগ পায়নি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে গতকাল প্রথম ভাগে দেশ ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। আজ (রোববার) দ্বিতীয় ভাগে দেশ ছাড়ছেন বাকি ক্রিকেটাররা।

আফগানদের চাওয়ায় আরব আমিরাতের মাটিতে হবে আসন্ন ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। দেশ ছাড়ার আগে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন ওপেনার জাকির হাসান। সেখানে চ্যালেঞ্জ দেখার কথা জানিয়েছেন তিনি। জাকির বলেন, ‘আমার তো মনে হয় চ্যালেঞ্জ অবশ্যই আছে। তবে ভালো একটি সিরিজ হবে বলেই আশা করছি।’

জাকির অবশ্য দলের জন্য সর্বোচ্চ দিতে চান নিজেকে, ‘ব্যাটার হিসেবে আমার লক্ষ্য থাকবে আমার সেরা পারফরম্যান্স করা। দল হিসেবেও আমরা ভালো খেলার চেষ্টা করব।’

এদিকে আফগানিস্তান সিরিজের দল ঘোষণার দিন তাইজুল ইসলাম, মেহেদী হাসান, এনামুল হক বিজয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিলেন রহস্যময় পোস্ট। অনেকের দাবি দলে সুযোগ না পেয়ে এমন পোস্ট করেছেন তারা। 

ব্যাপারটি নিয়ে জাকির বলন, ‘যারা দলে আছেন তাদের নিজেদের পারফরম্যান্সের ওপর মনোযোগ দেওয়া উচিত এবং দল নির্বাচনের কাজ সম্পূর্ণ নির্বাচকদের হাতে। এখানে আমার কিছুই বলার নেই।’

এসএইচ/এফআই