‘অধিনায়ক হিসেবে সবচেয়ে খারাপ সিরিজ’, হোয়াইটওয়াশ হয়ে রোহিত
এক যুগ পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হার। ভারতের লজ্জা আরও বাড়িয়েছে ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এমন বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে ব্যাটারদের ব্যর্থতাকেই দুষলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে নিজের সবচেয়ে খারাপ সিরিজ খেললেন বলেও জানালেন টিম ইন্ডিয়া কাপ্তান।
ব্যাটারদের ব্যর্থতা নিয়ে রোহিতের বক্তব্য, ‘এই সিরিজে ব্যাটাররা রান করতে পারেনি। আমরা চেনা পিচ, পরিবেশে খেলতে পারিনি। প্রথম দুই টেস্টের প্রথম ইনিংসে আমরা বড় রান তুলতে পারিনি। শুভমান গিল, ঋষভ পান্ত এবং ওয়াশিংটন সুন্দর দেখিয়ে দিয়েছে মুম্বাইয়ের পিচে কীভাবে ব্যাট করা উচিত ছিল। সেটাও পারিনি। জেতার জন্য যথেষ্ট রান করতে হয়। সেটা আমরা করতে পারিনি। তাই জিততেও পারিনি। ব্যাটিং ব্যর্থতা অন্যতম কারণ।’
বিজ্ঞাপন
শট নির্বাচনের খেসারত দিতে হয়েছে বলেও জানালেন রোহিত। তিনি বলছিলেন, ‘আমাদের শট নির্বাচনে অনেক ভুল হয়েছে। তার মূল্য দিতে হয়েছে। কোন বলে কোন শট মারা উচিত, বুঝতে হবে। প্রথম ইনিংসে আমরা ২৮ রানে এগিয়ে ছিলাম। লক্ষ্যে পৌঁছানো অসম্ভব ছিল না। কিন্তু আমরা পারিনি। ভুল শট নির্বাচনই অনেকটাই দায়ী। নিজেও খারাপ ব্যাট করেছি।’
ভরাডুবির নেপথ্যে কৌশলগত অনেক ভুল দেখছেন রোহিত, ‘এই সিরিজে আমরা প্রচুর কৌশলগত ভুল করেছি। বেশ কিছু বিষয় আমাদের পক্ষে আসেনি। এত ভুল হলে জেতা যায় না। আমাদের ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে। দল হিসেবে আমরা ব্যর্থ। অধিনায়ক হিসেবে এটাই আমার সবচেয়ে খারাপ সিরিজ। বেশ কয়েকটা সিদ্ধান্ত ভুল নিয়েছি। অধিনায়ক হিসেবে নিজের সেরাটা দিতে পারিনি। এই ব্যর্থতার দায় নিচ্ছি।’
ভারতের বোলাররাও সফরকারী বোলারদের চেয়ে পিছিয়ে ছিল বলেও মত রোহিতের। বলেন, ‘আমাদের বোলররা চেষ্টা করেছে। কিন্তু নিউজিল্যান্ড অনেক ভাল বোলিং করেছে। পিচকে কাজে লাগিয়েছে ওরা। চেনা পরিবেশ, পিচ পেয়েও আমরা ততটা পারিনি।’
ভুল স্বীকার করলেও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘এরপর আমাদের অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে। আমাদের অনেকে ওখানে আগে খেলেছে। অনেকে এই প্রথম খেলবে। সবার কাছেই পাঁচ টেস্টে এই সিরিজ বড় চ্যালেঞ্জ। পরপর দু’বার আমরা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জিতেছি। সেই আত্মবিশ্বাসটা আমাদের সঙ্গে থাকবে।’ আরও বলেন, ‘জীবনে কিছুই সহজে অর্জন করা যায় না। সাফল্যের মতো ব্যর্থতাও আসে। সে জন্য হাল ছাড়তে নেই। পালিয়ে যেতে নেই। ছোট থেকে এটাই শিখেছি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ভরাডুবির পর সতর্ক রোহিত বলছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের আগে আমাদের সব ভুল চিহ্নিত করতে হবে। আমরা যে ভুলগুলো করেছি, সেগুলো শুধরে নিতে হবে। কোচিং স্টাফ, ক্রিকেটার সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। আমাদের তো সামনে তাকাতেই হবে।’’ আরও যোগ করেন, ‘টেস্ট ম্যাচ বা সিরিজ হার সহজে মেনে নেওয়া যায় না। এই হারটাও সহজে হজম হবে না। আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি।’
নিউজিল্যান্ডের প্রশংসাও করেছেন রোহিত, ‘নিউজিল্যান্ড আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে। অনেক ভালো ব্যাট করেছে। অনেক ভালো বল করেছে। সে জন্যই ওরা জিতেছে। এটা ওদের কৃতিত্ব। ওরা নিজেদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে সচেতন। সেই মতো পরিকল্পনা করে খেলে। গত পাঁচ-সাত বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছে ওরা। বিশ্বের সর্বত্র ওদের পারফরম্যান্স ভালো। আইসিসির প্রতিযোগিতাগুলোতেও সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত উঠেছে। সব মিলিয়ে নিউজিল্যান্ড অনেক উন্নতি করেছে।’
এফআই